খাদ্যশস্য পচতে না দিয়ে বিনা মূল্যে বিলি করা হোক
ভারতের সুপ্রিম কোর্ট খাদ্যশস্য সরকারি গুদামে পচতে না দিয়ে বিনা মূল্যে গরিবদের মধ্যে বিলি করার নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি দলবীর ভান্ডারি ও দীপক ভার্মাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।
নির্দেশে উল্লেখ করা হয়, ২০১০ সালের জন্য কেন্দ্রকে বিপিএল, এপিএল ও এএওয়াই-এর নতুন তালিকাও তৈরি করতে হবে। খাদ্যশস্য যাতে পচে না যায়, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে।
এর আগে ভারতের বিভিন্ন গুদামে সংরক্ষণের অভাবে বিভিন্ন খাদ্যশস্য নষ্ট হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। একটি জনস্বার্থ মামলায় একই ডিভিশন বেঞ্চ ২৭ জুলাই নির্দেশ দেন, কেন্দ্রীয় সরকারকে ভারতের বিভিন্ন রাজ্যের গুদামে খাদ্যশস্য সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে খাদ্যগুদামের সংখ্যা বাড়িয়ে শস্যের সংরক্ষণ সুনিশ্চিত করতে হবে। কোনোভাবেই খাদ্যশস্য নষ্ট হতে দেওয়া যাবে না।
জানা গেছে, ভারতের বিভিন্ন রাজ্যে গুদামের অভাবে এখন এক কোটি ৭৪ লাখ টন চাল ও গম ত্রিপলে ঢেকে রাখা রয়েছে। এর মধ্যে এক কোটি টন খাদ্যশস্যে পচন ধরার আশঙ্কা রয়েছে।
বৃষ্টির কারণে গত দুই বছরে পাঞ্জাবেই ৪৯ হাজার টন খাদ্যশস্য নষ্ট হয়েছে।
নির্দেশে উল্লেখ করা হয়, ২০১০ সালের জন্য কেন্দ্রকে বিপিএল, এপিএল ও এএওয়াই-এর নতুন তালিকাও তৈরি করতে হবে। খাদ্যশস্য যাতে পচে না যায়, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে।
এর আগে ভারতের বিভিন্ন গুদামে সংরক্ষণের অভাবে বিভিন্ন খাদ্যশস্য নষ্ট হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। একটি জনস্বার্থ মামলায় একই ডিভিশন বেঞ্চ ২৭ জুলাই নির্দেশ দেন, কেন্দ্রীয় সরকারকে ভারতের বিভিন্ন রাজ্যের গুদামে খাদ্যশস্য সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে খাদ্যগুদামের সংখ্যা বাড়িয়ে শস্যের সংরক্ষণ সুনিশ্চিত করতে হবে। কোনোভাবেই খাদ্যশস্য নষ্ট হতে দেওয়া যাবে না।
জানা গেছে, ভারতের বিভিন্ন রাজ্যে গুদামের অভাবে এখন এক কোটি ৭৪ লাখ টন চাল ও গম ত্রিপলে ঢেকে রাখা রয়েছে। এর মধ্যে এক কোটি টন খাদ্যশস্যে পচন ধরার আশঙ্কা রয়েছে।
বৃষ্টির কারণে গত দুই বছরে পাঞ্জাবেই ৪৯ হাজার টন খাদ্যশস্য নষ্ট হয়েছে।
No comments