মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা
ইয়েমেনি-আমেরিকান ধর্মীয় নেতা আনোয়ার আল-আওলাকিকে হত্যার নির্দেশ দেওয়ার ঘটনায় মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে দুটি নাগরিক অধিকার সংগঠন। দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন ও দ্য সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর) নামের ওই দুই সংগঠনের পক্ষ থেকে গত সোমবার এ মামলা করা হয়। আওলাকিকে এক বিপজ্জনক সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে ওয়াশিংটন।
সংস্থা দুটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘যথাযথ প্রক্রিয়া ছাড়া কোনো রণক্ষেত্র থেকে অনেক দূরে সুনির্দিষ্টভাবে কাউকে হত্যা করা থেকে মার্কিন সরকারকে বিরত রাখতে এই মামলা করা হয়েছে। তাছাড়া খুব বড় ধরনের হুমকি এখানে কাজ করছে না এবং তাঁকে হত্যা করতে অনেক শক্তি প্রয়োগের মতো পরিস্থিতিও সৃষ্টি হয়নি।’ এতে আরও বলা হয়, ‘আওলাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সশস্ত্র সংঘাতে জড়িত নন। কোনো মামলা বা বিচারপ্রক্রিয়া ছাড়াই এই হত্যার নির্দেশ দেওয়া হয়েছে।’
সিসিআরের নির্বাহী পরিচালক ভিন্স ওয়ারেন বলেন, ‘নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার বিশ্বের কোথাও এভাবে কাউকে হত্যা করতে পারে না; এমনকি নিজেদের নাগরিকদেরও। কোনো বিচার ছাড়া কাউকে হত্যা করার অধিকার দেয় না মার্কিন আইন। যদি না সে খুব বড় ধরনের হুমকি হয়, যাকে এ ধরনের প্রক্রিয়ায় আনতে গেলে দেরি হয়ে যাবে।’
মামলায় প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক লিও পানেট্টা ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আদালতের কাছে আবেদন জানানো হয়েছে, ওই তিনজন যেন যুক্তরাষ্ট্র সরকারের এ ধরনের সুনির্দিষ্ট হত্যাকাণ্ড রোধে নির্দেশ জারি করেন।
সংস্থা দুটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘যথাযথ প্রক্রিয়া ছাড়া কোনো রণক্ষেত্র থেকে অনেক দূরে সুনির্দিষ্টভাবে কাউকে হত্যা করা থেকে মার্কিন সরকারকে বিরত রাখতে এই মামলা করা হয়েছে। তাছাড়া খুব বড় ধরনের হুমকি এখানে কাজ করছে না এবং তাঁকে হত্যা করতে অনেক শক্তি প্রয়োগের মতো পরিস্থিতিও সৃষ্টি হয়নি।’ এতে আরও বলা হয়, ‘আওলাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সশস্ত্র সংঘাতে জড়িত নন। কোনো মামলা বা বিচারপ্রক্রিয়া ছাড়াই এই হত্যার নির্দেশ দেওয়া হয়েছে।’
সিসিআরের নির্বাহী পরিচালক ভিন্স ওয়ারেন বলেন, ‘নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার বিশ্বের কোথাও এভাবে কাউকে হত্যা করতে পারে না; এমনকি নিজেদের নাগরিকদেরও। কোনো বিচার ছাড়া কাউকে হত্যা করার অধিকার দেয় না মার্কিন আইন। যদি না সে খুব বড় ধরনের হুমকি হয়, যাকে এ ধরনের প্রক্রিয়ায় আনতে গেলে দেরি হয়ে যাবে।’
মামলায় প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক লিও পানেট্টা ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আদালতের কাছে আবেদন জানানো হয়েছে, ওই তিনজন যেন যুক্তরাষ্ট্র সরকারের এ ধরনের সুনির্দিষ্ট হত্যাকাণ্ড রোধে নির্দেশ জারি করেন।
No comments