ইয়েমেনে অল্পের জন্য বেঁচে গেছেন ব্রিটিশ রাষ্ট্রদূত
ইয়েমেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত টিমোথি একিলি টোরলট আত্মঘাতী বোমা হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। গতকাল সোমবার রাজধানী সানায় ব্রিটিশ দূতাবাসের কাছে তাঁর গাড়িবহর লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে আত্মঘাতীর দেহ ছিন্নভিন্ন হয়ে গেলেও রাষ্ট্রদূত ও তাঁর সঙ্গে থাকা কেউ আহত হননি। খবর বিবিসি অনলাইনের।
কর্মকর্তারা বলেছেন, রাষ্ট্রদূত বাইরে থেকে গাড়িবহর নিয়ে দূতাবাসের কার্যালয়ে ফিরছিলেন। কার্যালয়ের খুব কাছাকাছি আসার পর আত্মঘাতী হামলাকারী তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলাকারী ধীরগতিতে আসার কারণে লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে সে নিজেই উড়ে যায়। এ সময় পাশে থাকা দুজন আহত হন। এর আগের খবরে বলা হয়েছিল, হামলাকারীর সঙ্গে তার এক সহযোগীও নিহত হয়েছে। তবে কর্মকর্তারা আত্মঘাতী একাই মারা গেছে বলে নিশ্চিত করেছেন।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা সাময়িকভাবে ইয়েমেনের দূতাবাস সাধারণের জন্য বন্ধ রাখতে যাচ্ছে।
কর্মকর্তারা বলেছেন, রাষ্ট্রদূত বাইরে থেকে গাড়িবহর নিয়ে দূতাবাসের কার্যালয়ে ফিরছিলেন। কার্যালয়ের খুব কাছাকাছি আসার পর আত্মঘাতী হামলাকারী তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলাকারী ধীরগতিতে আসার কারণে লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে সে নিজেই উড়ে যায়। এ সময় পাশে থাকা দুজন আহত হন। এর আগের খবরে বলা হয়েছিল, হামলাকারীর সঙ্গে তার এক সহযোগীও নিহত হয়েছে। তবে কর্মকর্তারা আত্মঘাতী একাই মারা গেছে বলে নিশ্চিত করেছেন।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা সাময়িকভাবে ইয়েমেনের দূতাবাস সাধারণের জন্য বন্ধ রাখতে যাচ্ছে।
No comments