গাজায় হামাস শাসনের অবসান ঘটানো হবে
গাজায় হামাস শাসনের অবসান ঘটানোর অঙ্গীকার করলেন ইসরায়েলের এক মন্ত্রী। সম্প্রতি সহিংসতায় গাজায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর দেশটির অর্থমন্ত্রী ইভাল ইস্তিনিজ গতকাল রোববার এ হুঁশিয়ার দেন। তিনি বলেন, আজ হোক কাল হোক, গাজা ভূখণ্ডে ইসলামপন্থী হামাস সরকারের শাসন অবসানের উদ্যোগ নেবে ইসরায়েল।
ইসরায়েলের একটি রেডিওকে ক্ষমতাসীন লিকুদ পার্টির এই মন্ত্রী বলেন, তিনি কোনো সময়সীমা বেঁধে দিচ্ছেন না। তবে গাজায় ইসলামপন্থী হামাস সরকারের যে সামরিক শাসন চলছে, সেটা তাঁরা আর বেশি দিন সহ্য করবেন না। আজ হোক কাল হোক, গাজাকে হামাসের শাসন থেকে মুক্ত করা হবে। তিনি বলেন, গাজায় হামাস প্রতিনিয়ত সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। সংগ্রহ করছে ক্ষেপণাস্ত্র। এটা ইসরায়েলের জন্য বেশ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজায় কোনো সামরিক অভিযান চালানো হবে কি না—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ছাড়া আমাদের কোনো পথ নেই।’
ইসরায়েলের একটি রেডিওকে ক্ষমতাসীন লিকুদ পার্টির এই মন্ত্রী বলেন, তিনি কোনো সময়সীমা বেঁধে দিচ্ছেন না। তবে গাজায় ইসলামপন্থী হামাস সরকারের যে সামরিক শাসন চলছে, সেটা তাঁরা আর বেশি দিন সহ্য করবেন না। আজ হোক কাল হোক, গাজাকে হামাসের শাসন থেকে মুক্ত করা হবে। তিনি বলেন, গাজায় হামাস প্রতিনিয়ত সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। সংগ্রহ করছে ক্ষেপণাস্ত্র। এটা ইসরায়েলের জন্য বেশ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজায় কোনো সামরিক অভিযান চালানো হবে কি না—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ছাড়া আমাদের কোনো পথ নেই।’
No comments