তিন ম্যাচ পর কলকাতার জয়
জয়টা ভীষণ প্রয়োজন ছিল। অবশেষে জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ হারের পর কাল তারা ৩৯ রানে জিতল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। এই জয়ে ৬ ম্যাচে তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এল কলকাতা। সমান ম্যাচে মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকল পাঞ্জাব।
মোহালিতে এসে রানের দেখাও পেয়েছেন সৌরভ। কাল প্রথমে ব্যাট করে মনোজ তিওয়ারী ও সৌরভ গাঙ্গুলীর জোড়া হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৮৩ রান তোলে কলকাতা। ৪০ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫০ রান করেন সৌরভ। ৪৭ বলে ৮টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল মনোজের অপরাজিত ৭৫ রানের ঝোড়ো ইনিংস।
জবাবে খেলতে নেমে ৬ উইকেটে শেষ পর্যন্ত ১৪৪ রান তুলতে পারে পাঞ্জাব। অধিনায়ক কুমার সাঙ্গাকারা করেন সর্বোচ্চ ৩০ রান। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর: কলকাতা: ২০ ওভারে ১৮৩/৫ (মনোজ ৭৫*, সৌরভ ৫০, ম্যাথুস ১৯, গেইল ১৪; শ্রীবাস্তব ২/২৩, ইরফান ২/৪২, পীযুষ ১/৩৫)। পাঞ্জাব: ২০ ওভারে ১৪৪/৬ (সাঙ্গাকারা ৩০, যুবরাজ ২৪, বিসলা ২২, ইরফান ২২, গোয়েল ১৮*; বন্ড ২/২৪, আগারকার ২/৩৩, গেইল ১/২৩, ম্যাথুস ১/২৬)। ফল: কলকাতা ৩৯ রানে জয়ী।
মোহালিতে এসে রানের দেখাও পেয়েছেন সৌরভ। কাল প্রথমে ব্যাট করে মনোজ তিওয়ারী ও সৌরভ গাঙ্গুলীর জোড়া হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৮৩ রান তোলে কলকাতা। ৪০ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫০ রান করেন সৌরভ। ৪৭ বলে ৮টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল মনোজের অপরাজিত ৭৫ রানের ঝোড়ো ইনিংস।
জবাবে খেলতে নেমে ৬ উইকেটে শেষ পর্যন্ত ১৪৪ রান তুলতে পারে পাঞ্জাব। অধিনায়ক কুমার সাঙ্গাকারা করেন সর্বোচ্চ ৩০ রান। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর: কলকাতা: ২০ ওভারে ১৮৩/৫ (মনোজ ৭৫*, সৌরভ ৫০, ম্যাথুস ১৯, গেইল ১৪; শ্রীবাস্তব ২/২৩, ইরফান ২/৪২, পীযুষ ১/৩৫)। পাঞ্জাব: ২০ ওভারে ১৪৪/৬ (সাঙ্গাকারা ৩০, যুবরাজ ২৪, বিসলা ২২, ইরফান ২২, গোয়েল ১৮*; বন্ড ২/২৪, আগারকার ২/৩৩, গেইল ১/২৩, ম্যাথুস ১/২৬)। ফল: কলকাতা ৩৯ রানে জয়ী।
No comments