তিন বছরের মধ্যে মুছে যাবে মাওবাদীরা
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, আগামী তিন বছরের মধ্যে তাঁরা ভারত থেকে মাওবাদীদের পুরোপুরি মুছে ফেলতে পারবেন। তিনি বলেন, ‘তিন বছরের মধ্যেই মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোকে আমরা তাদের কবল থেকে মুক্ত করতে পারব। মাওবাদীরা বিশ্বাস করে, অস্ত্র ব্যবহার করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উত্খাত করবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা।’
গত শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় কংগ্রেসের আইন শাখার উদ্যোগে আয়োজিত অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিচ্ছিন্নতাবাদ শীর্ষক এক সেমিনারে যোগ দিতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সেমিনারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা আগেই আমাদের জওয়ানদের বলেছি, তারা মাওবাদী দমন অভিযান করতে গিয়ে যেন গুলি না ছোড়ে। তবে মাওবাদীরা আক্রমণ করলে তারা পাল্টা আক্রমণ করতে পারবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আর ১২ মাস পরেই পশ্চিমবঙ্গ থেকে বামদের বিদায় নিতে হবে। অসত্য প্রচারের ওপর দাঁড়িয়ে বামদের ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে এসেছে।’
ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এখন অন্তত ১২টি রাজ্যে মাওবাদীরা কমবেশি তৎপর। তবে ঝাড়খন্ড, ছত্তিশগড়, অন্ধ্র প্রদেশ, বিহার, ওড়িশা ও পশ্চিমবঙ্গে মাওবাদীদের তৎপরতা বেশি।
গত শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় কংগ্রেসের আইন শাখার উদ্যোগে আয়োজিত অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিচ্ছিন্নতাবাদ শীর্ষক এক সেমিনারে যোগ দিতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সেমিনারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা আগেই আমাদের জওয়ানদের বলেছি, তারা মাওবাদী দমন অভিযান করতে গিয়ে যেন গুলি না ছোড়ে। তবে মাওবাদীরা আক্রমণ করলে তারা পাল্টা আক্রমণ করতে পারবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আর ১২ মাস পরেই পশ্চিমবঙ্গ থেকে বামদের বিদায় নিতে হবে। অসত্য প্রচারের ওপর দাঁড়িয়ে বামদের ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে এসেছে।’
ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এখন অন্তত ১২টি রাজ্যে মাওবাদীরা কমবেশি তৎপর। তবে ঝাড়খন্ড, ছত্তিশগড়, অন্ধ্র প্রদেশ, বিহার, ওড়িশা ও পশ্চিমবঙ্গে মাওবাদীদের তৎপরতা বেশি।
No comments