উডস বললেন, ‘ক্ষমা চাই’
অবশেষে নীরবতা ভাঙলেন টাইগার উডস, কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘দায়িত্বজ্ঞানহীন ও স্বার্থপর কর্মকাণ্ডের জন্য আমার পরিবার, বন্ধু, সতীর্থ, সংশ্লিষ্ট সবার কাছে হূদয়ের গভীর থেকে ক্ষমা চাই।’ ফ্লোরিডার টিপিসি সগ্রাস ক্লাব হাউসে বাছাই করা কয়েকজন সতীর্থ, বন্ধু ও সংবাদমাধ্যম কর্মীর সামনে মুখ খোলেন গলফের কিংবদন্তি। ১৩ মিনিটের বক্তব্যের বেশির ভাগ সময়ই কৃতকর্মের জন্য স্ত্রী ও পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। স্ত্রী প্রসঙ্গে বলেছেন, ‘কোনো ভাষাতেই এলিনের কাছে ক্ষমা চাওয়ার উপায় নেই। ভবিষ্যতে আমার ব্যবহার দিয়েই এটি অর্জন করে নিতে হবে।’ গলফে ফেরার ব্যাপারে বলেছেন, ‘একদিন না একদিন আমি গলফে ফিরব, তবে সেটা কবে নিজেও জানি না।’ আপাতত, তিনি থেরাপি নিতে ফিরে যাবেন সেই পুনর্বাসন কেন্দ্রে, যেখান থেকে তাঁর স্ত্রী তাঁকে নিয়ে এসেছিলেন বলে শোনা গিয়েছিল।
No comments