একুশে ফেব্রুয়ারিতে কলকাতায় নানা আয়োজন
কাল অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে কলকাতাসহ পশ্চিমবঙ্গে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগ্নপদযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদানেরও কর্মসূচি নেওয়া হয়েছে। সব ভাষাভাষীর মানুষকে নিয়ে কলকাতার মোহরকুঞ্জে একুশে দিবস পালন করবে আন্তর্জাতিক মাতৃভাষা উদ্যাপন কমিটি।
এদিন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক পদযাত্রার আয়োজন করেছে। উপ-হাইকমিশনের লাইব্রেরির সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে এক অনুষ্ঠানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সবশেষে হবে রক্তদান। এ ছাড়া উপ-হাইকমিশন দুই দিনব্যাপী এক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এতে কলকাতার প্রখ্যাত শিল্পীদের পাশে একসঙ্গে ছবি আঁকবেন বাংলাদেশের প্রথিতযশা শিল্পী হাশেম খান, আবদুস শাকুর, বীরেন্দ্র সোম, শহীদ কবীর ও রেজাউল করিম।
এদিন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক পদযাত্রার আয়োজন করেছে। উপ-হাইকমিশনের লাইব্রেরির সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে এক অনুষ্ঠানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সবশেষে হবে রক্তদান। এ ছাড়া উপ-হাইকমিশন দুই দিনব্যাপী এক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এতে কলকাতার প্রখ্যাত শিল্পীদের পাশে একসঙ্গে ছবি আঁকবেন বাংলাদেশের প্রথিতযশা শিল্পী হাশেম খান, আবদুস শাকুর, বীরেন্দ্র সোম, শহীদ কবীর ও রেজাউল করিম।
No comments