দুই রেফারি পেলেন নান্নু স্মৃতি পুরস্কার
জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন যেন তখন পুরোনো দিনের খেলোয়াড়দের এক মিলনমেলা। একে একে অডিটোরিয়ামে ঢুকছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, বশির আহমেদ, মেজর হাফিজ (অব.), হাসানুল হক ইনু, তাঁদের সঙ্গে যোগ দিলেন টিপু মুন্সী, সাদেক হোসেন খোকারা। তাঁদের এক ছাদের নিচে নিয়ে এসেছিল একটি অনুষ্ঠান।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত প্রয়াত ফুটবলার মনোয়ার হোসেন নান্নুর স্মরণে রেফারি পুরস্কার অনুষ্ঠানেই এসেছিলেন তাঁরা। এ বছর মনোয়ার হোসেন নান্নু স্মৃতি রেফারি পুরস্কার পেলেন আবদুল হান্নান মিরন ও তৈয়ব হাসান। ক্রেস্ট ছাড়াও তাঁদের দুজনকেই দেওয়া হয়েছে ২৫,০০০ করে টাকা।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় সাবেক রেফারি মনির হোসেন ও জেড আলমকে। এর আগে অনুষ্ঠানের শুরুতে মনোয়ার হোসেন নান্নুর খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণা করেন বক্তারা, প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় তাঁর ক্যারিয়ারের সোনালি স্মৃতিসংবলিত স্থির ও চলমান কিছু ছবি। পুরো অনুষ্ঠানটির আয়োজক ছিল সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত প্রয়াত ফুটবলার মনোয়ার হোসেন নান্নুর স্মরণে রেফারি পুরস্কার অনুষ্ঠানেই এসেছিলেন তাঁরা। এ বছর মনোয়ার হোসেন নান্নু স্মৃতি রেফারি পুরস্কার পেলেন আবদুল হান্নান মিরন ও তৈয়ব হাসান। ক্রেস্ট ছাড়াও তাঁদের দুজনকেই দেওয়া হয়েছে ২৫,০০০ করে টাকা।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় সাবেক রেফারি মনির হোসেন ও জেড আলমকে। এর আগে অনুষ্ঠানের শুরুতে মনোয়ার হোসেন নান্নুর খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণা করেন বক্তারা, প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় তাঁর ক্যারিয়ারের সোনালি স্মৃতিসংবলিত স্থির ও চলমান কিছু ছবি। পুরো অনুষ্ঠানটির আয়োজক ছিল সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব।
No comments