সিপিডির ট্রাস্টি বোর্ডের সভা
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বোর্ড অব ট্রাস্টির ৩৩তম সভা গতকাল বৃহস্পতিবার সংস্থার নিজস্ব সংলাপকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান সভাপতিত্ব করেন। ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এপেক্স ট্যানারির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য নূরুল হক।
এ ছাড়া সিপিডির নির্বাহী পরিচালক ও সিপিডি বোর্ডের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান এবং সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ আমন্ত্রিত হিসেবে সভায় উপস্থিত ছিলেন।
সভায় ২০০৯ সালের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি সময়ে সিপিডির গবেষণা ও প্রকাশনা; জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সংলাপ আয়োজন এবং অন্যান্য কার্যক্রম পর্যালোচনা করা হয়।
ট্রাস্টি বোর্ড সিপিডির ২০০৯ সালের অর্ধবার্ষিক হিসাব ও চলতি ২০১০ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন করে। সেই সঙ্গে ২০১০—২০১৪ সময়ের জন্য তৈরি সিপিডির কার্যক্রমের কৌশল ও পরিকল্পনা অনুমোদন করা হয়।
সভায় সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান সভাপতিত্ব করেন। ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এপেক্স ট্যানারির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য নূরুল হক।
এ ছাড়া সিপিডির নির্বাহী পরিচালক ও সিপিডি বোর্ডের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান এবং সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ আমন্ত্রিত হিসেবে সভায় উপস্থিত ছিলেন।
সভায় ২০০৯ সালের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি সময়ে সিপিডির গবেষণা ও প্রকাশনা; জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সংলাপ আয়োজন এবং অন্যান্য কার্যক্রম পর্যালোচনা করা হয়।
ট্রাস্টি বোর্ড সিপিডির ২০০৯ সালের অর্ধবার্ষিক হিসাব ও চলতি ২০১০ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন করে। সেই সঙ্গে ২০১০—২০১৪ সময়ের জন্য তৈরি সিপিডির কার্যক্রমের কৌশল ও পরিকল্পনা অনুমোদন করা হয়।
No comments