সন্ত্রাসীরা কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে
সন্ত্রাসীরা কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে-গোয়েন্দা দপ্তরের এমন সতর্কবার্তা পাওয়ার পর কানাডার বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার কানাডিয় টেলিভিশন নেটওয়ার্ক এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা কানাডার সরকারকে সতর্ক করে জানিয়েছে, ইয়েমেনে প্রশিক্ষণ নেওয়া ২০ জন সন্ত্রাসী উত্তর আমেরিকায় প্রবেশের চেষ্টা করছে। এ ছাড়া কানাডার গোয়েন্দারা জানিয়েছেন, আরেকটি সন্ত্রাসী দলও কানাডায় ঢোকার চেষ্টা করছে। এই সতর্কবার্তা পাওয়ার পর কানাডার বিমানবন্দরগুলোতে এবং যেসব বিমান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে সেগুলোর জন্য কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
গত সোমবার রাতে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতি নতুন সন্ত্রাসী হুমকি নিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। পরিবহনমন্ত্রী জন বেইর্ড বলেন, উত্তর আমেরিকায় দুই থেকে তিনটি নতুন হুমকির ব্যাপারে সতর্কবার্তা পেয়েছে সরকার।
খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা কানাডার সরকারকে সতর্ক করে জানিয়েছে, ইয়েমেনে প্রশিক্ষণ নেওয়া ২০ জন সন্ত্রাসী উত্তর আমেরিকায় প্রবেশের চেষ্টা করছে। এ ছাড়া কানাডার গোয়েন্দারা জানিয়েছেন, আরেকটি সন্ত্রাসী দলও কানাডায় ঢোকার চেষ্টা করছে। এই সতর্কবার্তা পাওয়ার পর কানাডার বিমানবন্দরগুলোতে এবং যেসব বিমান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে সেগুলোর জন্য কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
গত সোমবার রাতে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতি নতুন সন্ত্রাসী হুমকি নিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। পরিবহনমন্ত্রী জন বেইর্ড বলেন, উত্তর আমেরিকায় দুই থেকে তিনটি নতুন হুমকির ব্যাপারে সতর্কবার্তা পেয়েছে সরকার।
No comments