বরিশালকে ১২২ রানে হারাল চট্টগ্রাম
৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে একটা দলের জন্য ২৩১ রানের জয়ের লক্ষ্যটা খুব বড় হয়ে যায়। বাকি ৫ উইকেট হাতে নিয়ে কাল শেষ দিনে আর ৬২ রান তুলতে পারল বরিশাল। তাই চট্টগ্রাম তাদের এবারের জাতীয় লিগ মিশনের প্রথম ম্যাচটা জিতল ১২২ রানে।
খুলনায় প্রথম ইনিংসে ২০০ রান ও দ্বিতীয় ইনিংসে ২৬৯ রান তোলে চট্টগ্রাম। জবাবে আসিফের সেঞ্চুরিতে বরিশাল প্রথম ইনিংসে করতে পেরেছিল ২৩৯ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে পারলেন না বরিশালের ব্যাটসম্যানরা। ১০৮ রানে শেষ হয়ে গেল তাদের দ্বিতীয় ইনিংস। এই ইনিংসেও সর্বোচ্চ রান ওপেনার আসিফের ২৭। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন আট নম্বরে খেলতে নামা সোহাগ গাজী। বরিশালকে মূলত
ধসিয়ে দিয়েছে চট্টগ্রামের পেসার তারেক আজিজ ও কামরুল ইসলাম। তারেক ৫৫ রানে ৪টি ও কামরুল ২৪ রানে নিয়েছেন ৩টি করে উইকেট। ফয়সাল হোসেন ২টি ও ইলিয়াস সানি ১টি করে উইকেট পেয়েছেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফয়সাল হোসেন। ২০ জানুয়ারি শুরু হবে লিগের দ্বিতীয় রাউন্ড। এ রাউন্ডের ম্যাচগুলো হলো বিকেএসপিতে রাজশাহী-চট্টগ্রাম, বগুড়ায় খুলনা-সিলেট ও খুলনায় বরিশাল-ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম: ২০০ ও ২৬৯
বরিশাল: ২৩৯ ও ১০৮ (আসিফ ২৭, সোহাগ ২৫; তারেক ৪/৫৫, কামরুল ৩/২৪, ইলিয়াস ১/১৭, ফয়সাল ২/৮)।
খুলনায় প্রথম ইনিংসে ২০০ রান ও দ্বিতীয় ইনিংসে ২৬৯ রান তোলে চট্টগ্রাম। জবাবে আসিফের সেঞ্চুরিতে বরিশাল প্রথম ইনিংসে করতে পেরেছিল ২৩৯ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে পারলেন না বরিশালের ব্যাটসম্যানরা। ১০৮ রানে শেষ হয়ে গেল তাদের দ্বিতীয় ইনিংস। এই ইনিংসেও সর্বোচ্চ রান ওপেনার আসিফের ২৭। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন আট নম্বরে খেলতে নামা সোহাগ গাজী। বরিশালকে মূলত
ধসিয়ে দিয়েছে চট্টগ্রামের পেসার তারেক আজিজ ও কামরুল ইসলাম। তারেক ৫৫ রানে ৪টি ও কামরুল ২৪ রানে নিয়েছেন ৩টি করে উইকেট। ফয়সাল হোসেন ২টি ও ইলিয়াস সানি ১টি করে উইকেট পেয়েছেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফয়সাল হোসেন। ২০ জানুয়ারি শুরু হবে লিগের দ্বিতীয় রাউন্ড। এ রাউন্ডের ম্যাচগুলো হলো বিকেএসপিতে রাজশাহী-চট্টগ্রাম, বগুড়ায় খুলনা-সিলেট ও খুলনায় বরিশাল-ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম: ২০০ ও ২৬৯
বরিশাল: ২৩৯ ও ১০৮ (আসিফ ২৭, সোহাগ ২৫; তারেক ৪/৫৫, কামরুল ৩/২৪, ইলিয়াস ১/১৭, ফয়সাল ২/৮)।
No comments