বিটিভি ‘দায়িত্বজ্ঞানহীন
চট্টগ্রাম টেস্ট দেখাচ্ছে না বাংলাদেশ টেলিভিশন। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম তো বটেই, দেশের একমাত্র ‘টেরিস্ট্রিয়াল’ চ্যানেল হিসেবে বিটিভির কাছে খেলা দেখানোর দাবি সাধারণ মানুষের। স্যাটেলাইট সংযোগ নেই যাদের, তারা খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে; যাদের সংখ্যাটাই এ দেশে বেশি। বঞ্চিত এসব দর্শকের অনেকেই সারা দেশ থেকে ফোন করে কাল প্রথম আলোকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। বিটিভিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ও বলেছে কেউ কেউ।
কেন খেলা দেখাচ্ছে না বিটিভি? বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিক জানিয়েছেন, ‘সংসদ অধিবেশন চলছে এখন। এসএ গেমসের প্রস্তুতি চলছে। তাই চট্টগ্রাম টেস্ট দেখানো যাচ্ছে না। তা ছাড়া সব খেলা তো দেখাতে পারবে না বিটিভি। তবে ঢাকা টেস্ট দেখানোর চেষ্টা করছি আমরা।’
কেন খেলা দেখাচ্ছে না বিটিভি? বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিক জানিয়েছেন, ‘সংসদ অধিবেশন চলছে এখন। এসএ গেমসের প্রস্তুতি চলছে। তাই চট্টগ্রাম টেস্ট দেখানো যাচ্ছে না। তা ছাড়া সব খেলা তো দেখাতে পারবে না বিটিভি। তবে ঢাকা টেস্ট দেখানোর চেষ্টা করছি আমরা।’
No comments