পাঁচের অপেক্ষায়
ভারতের ৮ উইকেট দুজনে সমানভাবে ভাগাভাগি করে নিয়েছেন। সাকিব আল হাসান ও শাহাদাত হোসেন দুজনের সামনেই থাকল তাই ইনিংসে ৫ উইকেট নেওয়ার সুযোগ। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে এক বাংলাদেশিরই—নাঈমুর রহমানের। ২০০০ সালের সেই অভিষেক টেস্টে সাবেক এই অফ স্পিনার ১৩২ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ভারতের বিপক্ষে মাত্র একবার হলেও বাংলাদেশি বোলাররা চট্টগ্রাম টেস্টের আগ পর্যন্ত ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২০ বার। বোলার অবশ্য সাতজন। সর্বোচ্চ সাতবার এই কৃতিত্ব মোহাম্মদ রফিকের। ৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সাকিব। এনামুল জুনিয়র ৩ বার। শাহাদাত ২ বার। একবার করে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নাঈমুর, মঞ্জুরুল ইসলাম ও মাহমুদউল্লাহ। চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ২০০৮-এর অক্টোবরে ইনিংসে ৩৬ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন সাকিব। বাংলাদেশের পক্ষে যেটি সেরা বোলিংয়ের রেকর্ড।
No comments