গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা দুই কোটি ৩০ লাখ অতিক্রম করেছে
গ্রামীণফোন লিমিটেডের গ্রাহকসংখ্যা গত সপ্তাহে দুই কোটি ৩০ লাখ অতিক্রম করেছে। এতে কোম্পানির গ্রাহকসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে নতুন গতি সঞ্চারের ইঙ্গিত পাওয়া যায়।
এর আগে গত অক্টোবর মাসে কোম্পানির গ্রাহকসংখ্যা দুই কোটি ২০ লাখ হয়েছে বলে ঘোষণা করা হয়। বছরের তৃতীয় প্রান্তিকে; বিশেষ করে, ঈদ উত্সব উপলক্ষে রমজান মাস এবং এর পর পরিচালিত প্রচারণার কারণে প্রায় ১০ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ায় এই প্রবৃদ্ধি ঘটে।
নভেম্বর মাসে ভর্তুকি দিয়ে নতুন সংযোগের দাম আবার ১৫০ টাকা নির্ধারণ করায় এই নতুন ১০ লাখ গ্রাহক যোগ হয়েছে।
গ্রাহক প্রবৃদ্ধি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গ্রামীণফোনের সিইও ওডভার হেশজেদাল জানান, দুই কোটি ৩০ লাখ গ্রাহক নিয়ে গ্রামীণফোন বছর শেষ করায় তিনি আনন্দিত। তিনি বলেন, ‘আমরা যে এ দেশে সবচেয়ে কাঙ্ক্ষিত অপারেটর, গ্রাহকসংখ্যা দুই কোটি ৩০ লাখ অতিক্রম করায় তা নিশ্চিত হয়েছে।
এর আগে গত অক্টোবর মাসে কোম্পানির গ্রাহকসংখ্যা দুই কোটি ২০ লাখ হয়েছে বলে ঘোষণা করা হয়। বছরের তৃতীয় প্রান্তিকে; বিশেষ করে, ঈদ উত্সব উপলক্ষে রমজান মাস এবং এর পর পরিচালিত প্রচারণার কারণে প্রায় ১০ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ায় এই প্রবৃদ্ধি ঘটে।
নভেম্বর মাসে ভর্তুকি দিয়ে নতুন সংযোগের দাম আবার ১৫০ টাকা নির্ধারণ করায় এই নতুন ১০ লাখ গ্রাহক যোগ হয়েছে।
গ্রাহক প্রবৃদ্ধি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গ্রামীণফোনের সিইও ওডভার হেশজেদাল জানান, দুই কোটি ৩০ লাখ গ্রাহক নিয়ে গ্রামীণফোন বছর শেষ করায় তিনি আনন্দিত। তিনি বলেন, ‘আমরা যে এ দেশে সবচেয়ে কাঙ্ক্ষিত অপারেটর, গ্রাহকসংখ্যা দুই কোটি ৩০ লাখ অতিক্রম করায় তা নিশ্চিত হয়েছে।
No comments