আবারও বিয়ে করছেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা আবারও বিয়ে করতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের সোমবার ওই বিয়ে হবে। এটি হবে তাঁর পঞ্চম বিয়ে। খবর বিবিসির।
জুমার হবু স্ত্রীর নাম থোবেকা মাভিজা (৩৬)। মাভিজার সঙ্গে অবশ্য অনেক আগেই বিয়ের কথা চলছিল। এ বছরের প্রথম দিকেই জুমা তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক দায়িত্বের কারণে তখন তিনি বিয়ে করতে পারেননি।
জুমার জন্মস্থান এনকান্দলা এলাকার এক আত্মীয় ও তাঁর বংশের নেতা ইনকোসি ভেকুমুজি জুমার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানিয়েছেন, ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই বিয়ে সম্পন্ন হবে।
জুমার হবু স্ত্রীর নাম থোবেকা মাভিজা (৩৬)। মাভিজার সঙ্গে অবশ্য অনেক আগেই বিয়ের কথা চলছিল। এ বছরের প্রথম দিকেই জুমা তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক দায়িত্বের কারণে তখন তিনি বিয়ে করতে পারেননি।
জুমার জন্মস্থান এনকান্দলা এলাকার এক আত্মীয় ও তাঁর বংশের নেতা ইনকোসি ভেকুমুজি জুমার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানিয়েছেন, ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই বিয়ে সম্পন্ন হবে।
No comments