দ্য ওয়াশিংটন টাইমসের ১৭০ কর্মীকে ছাঁটাই
যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ঘরানার পত্রিকা দ্য ওয়াশিংটন টাইমস-এর কর্তৃপক্ষ সম্পাদকসহ ১৭০ জন সংবাদকর্মীকে চাকরিচ্যুত করেছে। গত বুধবার পত্রিকাটির এসব কর্মীকে চাকরিচ্যুতির নোটিশ ধরিয়ে দেওয়া হয়। পত্রিকাটির প্রকাশক জনাথন স্লিভেন এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, মন্দা অর্থনীতি, ব্যয় বৃদ্ধি এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় এ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত ওয়াশিংটন টাইমস পত্রিকা রক্ষণশীল ভাবাদর্শের মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করে। পত্রিকার সংবাদকক্ষের প্রধান ব্যবস্থাপনা সম্পাদক ডেভিড জোনস জানিয়েছেন, তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। পত্রিকাটির প্রযুক্তি প্রকাশনাবিষয়ক ব্যবস্থাপনা সম্পাদক জেফরি বার্নবাম জানিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন। বেশ কিছু সংবাদকর্মীকে সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকার মধ্যেই চাকরিচ্যুতির দুঃসংবাদটি গ্রহণ করতে হয়।
প্রকাশক জনাথন স্লিভেনস জানিয়েছেন, ওয়াশিংটন টাইমস নতুন করে অনুসন্ধানী প্রতিবেদনকে প্রাধান্য দিয়ে প্রকাশনা অব্যাহত রাখবে। পত্রিকাটিতে এখন থেকে স্থানীয় বিষয়, জাতীয়, আন্তর্জাতিক ও অর্থনৈতিক সংবাদকে আরও গুরুত্ব দেওয়া হবে।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত ওয়াশিংটন টাইমস পত্রিকা রক্ষণশীল ভাবাদর্শের মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করে। পত্রিকার সংবাদকক্ষের প্রধান ব্যবস্থাপনা সম্পাদক ডেভিড জোনস জানিয়েছেন, তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। পত্রিকাটির প্রযুক্তি প্রকাশনাবিষয়ক ব্যবস্থাপনা সম্পাদক জেফরি বার্নবাম জানিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন। বেশ কিছু সংবাদকর্মীকে সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকার মধ্যেই চাকরিচ্যুতির দুঃসংবাদটি গ্রহণ করতে হয়।
প্রকাশক জনাথন স্লিভেনস জানিয়েছেন, ওয়াশিংটন টাইমস নতুন করে অনুসন্ধানী প্রতিবেদনকে প্রাধান্য দিয়ে প্রকাশনা অব্যাহত রাখবে। পত্রিকাটিতে এখন থেকে স্থানীয় বিষয়, জাতীয়, আন্তর্জাতিক ও অর্থনৈতিক সংবাদকে আরও গুরুত্ব দেওয়া হবে।
No comments