ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের জীবনাবসান
ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদ (৬৯) গত বুধবার মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর দাফন অনুষ্ঠানে অংশ নিতে কয়েক হাজার মানুষ সমবেত হন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ‘গাস দুর’ নামে পরিচিত ওয়াহিদ ইন্দোনেশিয়ার চতুর্থ প্রেসিডেন্ট ছিলেন।
ইন্দোনেশিয়ায় গণতন্ত্রকে সংহত করতে সাবেক এই প্রেসিডেন্টের প্রশংসা করেন বর্তমান প্রেসিডেন্ট সুশিলো বামবাং ইয়োধোইয়োনো। গতকাল পূর্ব জাভার তেবুইরেং গ্রামে পারিবারিক সমাধিক্ষেত্রে ওয়াহিদের দাফন অনুষ্ঠানে ইয়োধোইয়োনো বলেন, ওয়াহিদ ছিলেন ইন্দোনেশিয়ায় বহুত্ববাদ ও বহুসংস্কৃতিবাদের জনক।
১৯৯৮ সালে স্বৈরশাসক সুহার্তোর ৩২ বছরের শাসনের অবসানের পর তিনিই দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৯৯ সালে তিনি ক্ষমতায় আসেন। তবে দুর্নীতির অভিযোগ তুলে দুই বছর পর প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে অব্যাহতি দেয় ইন্দোনেশিয়ার জাতীয় পরিষদ।
ইন্দোনেশিয়ায় গণতন্ত্রকে সংহত করতে সাবেক এই প্রেসিডেন্টের প্রশংসা করেন বর্তমান প্রেসিডেন্ট সুশিলো বামবাং ইয়োধোইয়োনো। গতকাল পূর্ব জাভার তেবুইরেং গ্রামে পারিবারিক সমাধিক্ষেত্রে ওয়াহিদের দাফন অনুষ্ঠানে ইয়োধোইয়োনো বলেন, ওয়াহিদ ছিলেন ইন্দোনেশিয়ায় বহুত্ববাদ ও বহুসংস্কৃতিবাদের জনক।
১৯৯৮ সালে স্বৈরশাসক সুহার্তোর ৩২ বছরের শাসনের অবসানের পর তিনিই দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৯৯ সালে তিনি ক্ষমতায় আসেন। তবে দুর্নীতির অভিযোগ তুলে দুই বছর পর প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে অব্যাহতি দেয় ইন্দোনেশিয়ার জাতীয় পরিষদ।
No comments