ঢাকা ও রাজশাহীর জয়
সোহেলির বোলিং নৈপুণ্যে জাতীয় মহিলা ক্রিকেট লিগে কাল ঢাকা বিভাগ ৮ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করে ৫৯ রানে অলআউট হয়ে যায় বরিশাল। সোহেলি ৯ রানে নিয়েছেন ৬ উইকেট। শামীমা ২টি, চামেলী ও শরীফা ১টি করে উইকেট নিয়েছেন। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। শেখ আবু নাসের স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে রাজশাহী ১০৩ রানে হারিয়েছে সিলেট বিভাগকে। প্রথমে ব্যাট করা রাজশাহী দল ৪৭.২ ওভারে করে ১৪৪ রান। খেলতে নেমে ২৫.১ ওভারে ৪১ রান তুলতে পারে সিলেট। লতা, সাথিরা ও পান্না নিয়েছেন ২টি করে উইকেট। ডলি ও তিথি পেয়েছেন ১টি করে।
No comments