ফিলিস্তিনিরা একরাষ্ট্রীয় সমাধানের কথাই ভাবছে: জিমি কার্টার
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, ফিলিস্তিনিরা আন্তরিকভাবেই একরাষ্ট্রীয় সমাধানের কথা ভাবছে। ইসরায়েল-ফিলিস্তিন সংকট প্রসঙ্গে গতকাল রোববার তিনি এ কথা বলেন। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় লেখা একটি মতামতধর্মী প্রতিবেদনে জিমি কার্টার বলেন, ফিলিস্তিনি নেতাদের একটি বড় অংশ বাস্তবিক অর্থেই একটি একরাষ্ট্রীয় সমাধানের কথা ভাবছে।
ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে ওই প্রতিবেদনে কার্টার বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তাঁরা, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ইহুদি প্রতিবেশীদের সঙ্গে সমান অধিকার নিয়ে তাঁরা বাস করতে পারবেন।
ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে ওই প্রতিবেদনে কার্টার বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তাঁরা, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ইহুদি প্রতিবেশীদের সঙ্গে সমান অধিকার নিয়ে তাঁরা বাস করতে পারবেন।
No comments