সোয়াত ও মালাকন্দ প্রায় জঙ্গিমুক্ত: জারদারি
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, সে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে তালেবান জঙ্গিরা প্রায় উত্খাত হয়ে গেছে। দেশটির একটি অনলাইন সংবাদ সংস্থা গত শনিবার এ তথ্য দেয়। খবর টাইমস অব ইন্ডিয়া।
গতকাল রোববার ছিল পাকিস্তানের প্রতিরক্ষা দিবস। দিবসটি উদ্যাপনের আগে এক বার্তায় জারদারি বলেন, সোয়াত ও মালাকন্দ এলাকা থেকে তালেবান জঙ্গি অপসারণের কাজ প্রায় শেষ। সেনাবাহিনী ও জনগণের ত্যাগের ফলেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এও বলেন, জঙ্গিদের এবং পাকিস্তানের ভিত্তির প্রতি যারা হুমকি, তাদের সমূলে বিনাশ করা হবেই। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
পৃথক বার্তায় প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, ‘সন্ত্রাসবাদ নির্মূলে আমরা অভিযান অব্যাহত রেখেছি। এ লড়াইয়ে আমাদের গোটা জাতি সেনাবাহিনীকে সহযোগিতা দিচ্ছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো সোয়াত ও মালাকন্দ এলাকা থেকে জঙ্গিদের উত্খাত করেছে।’
গতকাল রোববার ছিল পাকিস্তানের প্রতিরক্ষা দিবস। দিবসটি উদ্যাপনের আগে এক বার্তায় জারদারি বলেন, সোয়াত ও মালাকন্দ এলাকা থেকে তালেবান জঙ্গি অপসারণের কাজ প্রায় শেষ। সেনাবাহিনী ও জনগণের ত্যাগের ফলেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এও বলেন, জঙ্গিদের এবং পাকিস্তানের ভিত্তির প্রতি যারা হুমকি, তাদের সমূলে বিনাশ করা হবেই। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
পৃথক বার্তায় প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, ‘সন্ত্রাসবাদ নির্মূলে আমরা অভিযান অব্যাহত রেখেছি। এ লড়াইয়ে আমাদের গোটা জাতি সেনাবাহিনীকে সহযোগিতা দিচ্ছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো সোয়াত ও মালাকন্দ এলাকা থেকে জঙ্গিদের উত্খাত করেছে।’
No comments