আট শতাধিক আরোহীউদ্ধার, পাঁচজনের মৃত্যু, নিখোঁজ ৬৩ -ফিলিপাইনে ফেরিডুবি
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা উপকূলের কাছে গতকাল রোববার একটি ফেরি ডুবে গেছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ৬৩ জন নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ফেরি থেকে আট শতাধিক যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়। এক বিবৃতিতে ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনী এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, প্রায় ৯৬০ জন যাত্রী ও ক্রু নিয়ে মিন্দানাও দ্বীপের জেনারেল সান্তোস শহর থেকে ইলোইলো শহরে যাচ্ছিল ‘সুপার ফেরি-৯’। গতকাল ফেরিটি কাত হতে শুরু হওয়ার পরপরই বিপদ সংকেত পাঠায় এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অধিকাংশ যাত্রীকে উদ্ধার করে। উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় আবহাওয়া ভালো ছিল। তবে ফেরির ক্রুরা জেনারেটরে সমস্যার কথা জানিয়েছেন।
অতিরিক্ত যাত্রী পরিবহন ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ফিলিপাইনে প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে। গত বছর এক ফেরিডুবিতে ৮০০ জনের বেশি যাত্রী ও ক্রু নিহত হয়।
বিবৃতিতে বলা হয়, প্রায় ৯৬০ জন যাত্রী ও ক্রু নিয়ে মিন্দানাও দ্বীপের জেনারেল সান্তোস শহর থেকে ইলোইলো শহরে যাচ্ছিল ‘সুপার ফেরি-৯’। গতকাল ফেরিটি কাত হতে শুরু হওয়ার পরপরই বিপদ সংকেত পাঠায় এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অধিকাংশ যাত্রীকে উদ্ধার করে। উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় আবহাওয়া ভালো ছিল। তবে ফেরির ক্রুরা জেনারেটরে সমস্যার কথা জানিয়েছেন।
অতিরিক্ত যাত্রী পরিবহন ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ফিলিপাইনে প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে। গত বছর এক ফেরিডুবিতে ৮০০ জনের বেশি যাত্রী ও ক্রু নিহত হয়।
No comments