সুপার কাপে খেলাই আরামবাগের লক্ষ্য
আলফাজকে নেওয়ার পর পাঁচ খেলোয়াড়, কাল আরো ১৩ জন। তিন দফায় ১৯ জন খেলোয়াড়কে নিবন্ধন করাল বি-লিগের দল আরামবাগ। এই ১৯ খেলোয়াড়ের মধ্যে ১৩ জন পুরোনো মুখ। কয়েকজন খেলোয়াড় দল ত্যাগ করলেও বাকিদের ধরে রেখে মোটামুটি একটা দল গড়ল মতিঝিল ক্লাবপাড়ার দলটি। তবে এদের বেশির ভাগই সাইড বেঞ্চের খেলোয়াড়। আর্থিক সংকট দলটিকে পিছিয়ে দিয়েছে অনেকটা। দলটি এখনো অনুশীলনই শুরু করতে পারেনি।
কাল নিবন্ধন করানো ১৩ জনের মধ্যে গতবারের আছেন ৯ জন: গোলে সিন্টু মোল্লা, রক্ষণে দীন মোহাম্মদ, মওদুদ আজমি, শাহজাদা, টুটুল। মাঝমাঠে মলয় বর্মণ, নুরুল ইসলাম। আক্রমণে পারভেজ, সুরত। যোগ দিয়েছেন: রক্ষণে নতুন খেলোয়াড় সোহাগ, চট্টগ্রাম মোহামেডানের শরিফ, প্রদীপ বড়ুয়া, মাঝমাঠে শেখ রাসেলের শাহ আলম। আলফাজ ছাড়া আগের পাঁচজন গতবার আরামবাগেই খেলা মাকসুদ, মিতুল, আকরাম, তূর্য ও ফরাশগঞ্জের কবীর।
‘এই দল নিয়ে কত দূর যাওয়ার আশা করছেন?’ ১৫-১৬ বছর পর আবার কোচ হিসেবে আরামবাগে ফিরে যাওয়া ওয়াজেদ গাজী দীর্ঘশ্বাস ফেললেন, ‘চ্যাম্পিয়ন তো আর হতে পারব না! গতবার বি-লিগে একটি দল অবনমিত হয়েছে, এবার হবে দুটি। কাজেই টিকে থাকার একটা চ্যালেঞ্জই আমাদের সামনে। তবে গতবার বি-লিগে অষ্টম হয়ে সুপার কাপে সুযোগ পেয়েছে আরামবাগ। এবার ছয় দল সুযোগ পেলে ওই ছয়ের মধ্যেই থাকাটা লক্ষ্য আমাদের।’
কাল নিবন্ধন করানো ১৩ জনের মধ্যে গতবারের আছেন ৯ জন: গোলে সিন্টু মোল্লা, রক্ষণে দীন মোহাম্মদ, মওদুদ আজমি, শাহজাদা, টুটুল। মাঝমাঠে মলয় বর্মণ, নুরুল ইসলাম। আক্রমণে পারভেজ, সুরত। যোগ দিয়েছেন: রক্ষণে নতুন খেলোয়াড় সোহাগ, চট্টগ্রাম মোহামেডানের শরিফ, প্রদীপ বড়ুয়া, মাঝমাঠে শেখ রাসেলের শাহ আলম। আলফাজ ছাড়া আগের পাঁচজন গতবার আরামবাগেই খেলা মাকসুদ, মিতুল, আকরাম, তূর্য ও ফরাশগঞ্জের কবীর।
‘এই দল নিয়ে কত দূর যাওয়ার আশা করছেন?’ ১৫-১৬ বছর পর আবার কোচ হিসেবে আরামবাগে ফিরে যাওয়া ওয়াজেদ গাজী দীর্ঘশ্বাস ফেললেন, ‘চ্যাম্পিয়ন তো আর হতে পারব না! গতবার বি-লিগে একটি দল অবনমিত হয়েছে, এবার হবে দুটি। কাজেই টিকে থাকার একটা চ্যালেঞ্জই আমাদের সামনে। তবে গতবার বি-লিগে অষ্টম হয়ে সুপার কাপে সুযোগ পেয়েছে আরামবাগ। এবার ছয় দল সুযোগ পেলে ওই ছয়ের মধ্যেই থাকাটা লক্ষ্য আমাদের।’
No comments