নিউজার্সিতে তাঁবু ফেলবেন না গাদ্দাফি
আসন্ন যুক্তরাষ্ট্র সফরে নিউজার্সির এঙ্গেলউডে তাঁবু না খাটানোর ব্যাপারে রাজি হয়েছেন লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। নিউজার্সির স্থানীয় বাসিন্দাদের আপত্তির প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রশাসনের কর্মকর্তারা এ কথা জানান। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউইয়র্কে যাবেন গাদ্দাফি। বিদেশে সফরে গেলে গাদ্দাফি সাধারণত তাঁবু খাটিয়ে অবস্থান করেন।
সফরের সময় এঙ্গেলউডে জাতিসংঘে লিবিয়ার রাষ্ট্রদূতের বাসভবনে গাদ্দাফির থাকার কথা। সেখানে তাঁর তাঁবু খাটিয়ে থাকার কথা ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা এতে আপত্তি জানায়। ১৯৮৮ সালের লকারবি বোমা হামলায় নিউজার্সির অনেক বাসিন্দার স্বজন মারা গেছে। সম্প্রতি মুক্তি পাওয়া লকারবি হামলার সাজা পাওয়া আসামি আল-মেগরাহিকে লিবিয়ায় বীরোচিত সম্মান জানানোই মূলত নিউজার্সির বাসিন্দাদের এই আপত্তির কারণ।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইয়ান কেলি বলেন, আগে থেকে ব্যবস্থা না নেওয়ায় (গাদ্দাফির) আসন্ন সফরের জন্য এঙ্গেলউডের কোনো স্থান ব্যবহারের সুযোগ নেই।
সফরের সময় এঙ্গেলউডে জাতিসংঘে লিবিয়ার রাষ্ট্রদূতের বাসভবনে গাদ্দাফির থাকার কথা। সেখানে তাঁর তাঁবু খাটিয়ে থাকার কথা ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা এতে আপত্তি জানায়। ১৯৮৮ সালের লকারবি বোমা হামলায় নিউজার্সির অনেক বাসিন্দার স্বজন মারা গেছে। সম্প্রতি মুক্তি পাওয়া লকারবি হামলার সাজা পাওয়া আসামি আল-মেগরাহিকে লিবিয়ায় বীরোচিত সম্মান জানানোই মূলত নিউজার্সির বাসিন্দাদের এই আপত্তির কারণ।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইয়ান কেলি বলেন, আগে থেকে ব্যবস্থা না নেওয়ায় (গাদ্দাফির) আসন্ন সফরের জন্য এঙ্গেলউডের কোনো স্থান ব্যবহারের সুযোগ নেই।
No comments