জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাগচি লেখেন, বিশ্ব এখন বিভ্রান্ত ক্লাউনদের দেখছে। তিনি আরও বলেন, ইরানিরা নিজেদের রক্ষা করতে জানে এবং বিদেশিদের কাছে সাহায্যের জন্য ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই তাদের। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জেলেনস্কি মার্কিন ও ইউরোপীয় করদাতাদের অর্থ দিয়ে নিজের দেশের দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন।
এর আগে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া এক বক্তব্যে জেলেনস্কি বলেন, ইরানের নেতৃত্ব যদি ক্ষমতায় টিকে যেতে পারে, তবে তা হবে প্রত্যেক দাদাগিরি করা শাসকের জন্য একটি স্পষ্ট বার্তা। তার ভাষায়, ইরানে এই রক্তপাতের পর দেশটি কোন পথে দাঁড়াবে? যদি এই শাসন টিকে যায়, তবে বার্তাটি পরিষ্কার- যথেষ্ট মানুষ হত্যা করেও ক্ষমতায় থাকা যায়।
প্রায় চার বছর ধরে পূর্ণমাত্রার রুশ আগ্রাসনের মুখে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা বিশ্বের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের বিক্ষোভ নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সেগুলো রক্তে ডুবে গেছে। বিশ্ব ইরানি জনগণকে যথেষ্ট সাহায্য করেনি, বরং নিরবে দাঁড়িয়ে থেকেছে।
ইংরেজিতে দেয়া ওই ভাষণে তিনি আরও বলেন, বড়দিন ও নববর্ষের ছুটি শেষে রাজনীতিকরা কাজে ফেরার আগেই আয়াতুল্লাহরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।
ইরানের দাবি, ইসলামি প্রজাতন্ত্রবিরোধী বিক্ষোভে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং এই সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মদদ ছিল। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।

No comments