আফগানিস্তানে ৩ দিনের ভারী তুষারপাত ও বর্ষণে নিহত ৬১

আফগানিস্তানে ৩ দিনের ভারী তুষারপাত ও বর্ষণে অন্তত ৬১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। আহত হয়েছে আরও ১১০ জন। গত সপ্তাহের বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই প্রাণহানীর ঘটনা ঘটে। দেশটির সড়কগুলো অচল হয়ে পড়েছে। এছাড় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে বহু মানুষ। এ খবর দিয়েছে ডন।

আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, মধ্য ও উত্তরাঞ্চলে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। সরকারি ওই সংস্থাটি এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, চার শতাধিক ঘর বাড়ি ধ্বংস হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৩৬০টি। ঘর-বাড়ির ছাদ ধ্বসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন সরকারি এক মুখপাত্র।

দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের জরুরি বিভাগ জানিয়েছে, বুধবার প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে অন্তত ছয় শিশু নিহত হয়েছে।

mzamin

No comments

Powered by Blogger.