গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত, এটি অব্যাহত থাকবে
প্রজাতন্ত্র দিবস সেলিব্রেশনে হাইকমিশনারঃ ঢাকায় ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন- একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত। যুগযুগান্তরে এ সমর্থন অব্যাহত থাকবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ওই সেলিব্রেশনে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্ধ, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা (সাবেক ও বর্তমান), শিক্ষক, গবেষক, গণমাধ্যম ব্যক্তিত্বসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে ওই মিলনমেলায় উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য তবে গাম্ভীর্যপূর্ণ ওই অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম চলাকালে যৌথ ত্যাগের এক অবিস্মরণীয় ইতিহাসসহ আমরা একটি বিশেষ সম্পর্ক ভাগাভাগি করেছি। বছরের পর বছর ধরে, সংযুক্তি ও অর্থনৈতিক সম্পৃক্ততার দ্রুত রূপান্তরের প্রেক্ষাপটে আমাদের পারস্পরিক আদান-প্রদান এবং যৌথ নির্ভরশীলতা আরও সুদৃঢ় হয়েছে। যা আমাদের সমাজ, জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে। তিনি বলেন, ভারতীয় শোধনাগার থেকে বাংলাদেশে ডিজেল পরিবহনের জন্য আন্তসীমান্ত পাইপলাইন, ভারতীয় গ্রিডের মাধ্যমে ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে আন্তসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন—এসবই পারস্পরিক নির্ভরশীলতার প্রমাণ। জ্বালানি সংযুক্তির ভিত্তি, যা প্রকৃত অর্থে আঞ্চলিক অর্থনৈতিক সংহতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সরবরাহব্যবস্থা বাংলাদেশের সমৃদ্ধ পোশাকশিল্প ও ফার্মাসিউটিক্যাল খাতকে শক্তিশালী করছে, যাকে পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার আরেকটি প্রমাণ উল্লেখ করে ভারতীয় দূত বলেন, দুই দেশের অংশীদারত্ব কীভাবে উভয়ের জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সুবিধা বয়ে এনেছে তার অসংখ্য উদাহরণ রয়েছে। এই সাফল্যগুলো আরও দূরদর্শী ও ভবিষ্যতের সহযোগিতার উপায় অনুসন্ধানের প্রেরণা। তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারত্ব পুনর্ব্যক্ত করছি। সেই সঙ্গে এ দেশের জনগণের ভবিষ্যৎ যাত্রায় শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।

No comments