ডিভোর্সের পর ছেলেকে স্বামীর কাছে ফেরাতে চাননি, রাগে ছেলের গলা কেটে দিলেন মা
১১ বছরের পুত্রসন্তানকে গলা কেটে খুন করার অভিযোগ উঠলো ভারতীয় বংশোদ্ভূত এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই নারীর নাম সরিতা রামারাজু। বয়স ৪৮ বছর। ২০১৮ সালে স্বামী প্রকাশ রাজুর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আদালতের অনুমতিতে তাদের ছেলে থাকত বাবার কাছে। তবে নির্দিষ্ট সময় অন্তর ছেলেকে নিজের কাছে রাখার অনুমতি পেয়েছিলেন রামারাজুও। গত বছর থেকে ছেলেকে নিজের কাছে পাকাপাকিভাবে রাখা নিয়ে প্রাক্তন স্বামীর সঙ্গে বচসা তুঙ্গে ওঠে রামারাজুর। সম্প্রতি তিনি ছেলেকে কাছে পান। এরপর তারা ডিজনিল্যান্ডে যান। সেখানে তিনদিন কাটানোর পর যে মোটেলে তারা উঠেছিলেন সেখানেই নিজের ছেলের গলা কেটে তাকে খুন করেন বলেই অভিযোগ। তারপর ৯১১ নম্বরে ফোন করে জানান, খুন করার কথা। সান্তা আনা পুলিশ ঘটনাস্থল থেকে ছুরিটি উদ্ধার করেছে। জানা গেছে, সেদিনই ছেলেকে স্বামীর কাছে ফেরত দেওয়ার কথা ছিল রামারাজুর। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি, ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে ২৬ বছরের সাজা হতে পারে রামারাজুর। অরেঞ্জ কাউন্টির জেলা অ্যাটর্নি টড স্পিৎজার বলেন, অভিভাবকদের মধ্যে সম্পর্কের অবনতির কারণে সন্তানের প্রাণসংশয় হওয়া কখনওই কাম্য নয়। ক্রোধ এখানে ভালোবাসাকেও টপকে গিয়েছে। সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ স্থান হল মা-বাবার কোল। তাকে আদরে জড়িয়ে না ধরে গলা কেটে ফেলায় ছেলেটি তার হাতেই প্রাণ হারাল যিনি ওকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন।' এদিকে সরিতা রামারাজুর দাবি, তার প্রাক্তন স্বামী অ্যালকোহল, ড্রাগ এবং ধূমপানে আসক্ত। সেই কারণে তিনি মাঝে মাঝেই খুব আক্রমণাত্মক হয়ে ওঠেন। ছেলে বাবার কাছে ভয়ে ভয়ে থাকতো বলেও অভিযোগ সরিতার। যদিও প্রাক্তন স্ত্রীর সব অভিযোগ অস্বীকার করেছেন প্রকাশ রাজু।
সূত্র : এনডিটিভি
No comments