‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ হলে যুদ্ধও বন্ধ হবে’
পেদ্রো সানচেজ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, যেমনটা স্পেন করেছে। এর কারণ খুবই সহজ এবং পরিষ্কার: অস্ত্র না থাকলে যুদ্ধও হবে না। একই কারণে, আমি বিশ্বাস করি ইউরোপীয় কমিশন, যা আমাদের আমাদের ইউরোপীয় দেশগুলোকে প্রতিনিধিত্ব করে, তাদের অবিলম্বে সেই আনুষ্ঠানিক অনুরোধের জবাব দিতে হবে, যা স্পেন ও আয়ারল্যান্ড নয় মাস আগে দিয়েছিল। এবং যদি প্রমাণিত হয় যে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে, তাহলে ইউরোপের উচিত তেল আবিবের সাথে করা মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করা।
তিনি আরও বলেন, একই কারণে, আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘের সমর্থন আরও জোরদার করতে হবে। যেমনটি আপনারা জানেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী রোববার লেবাননে মোতায়েনকৃত জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, যা ইসরায়েল ও লেবাননের মতো বৈরি দুটি দেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্য কাজ করছে। স্পেন দেশ শুধু শান্তিরক্ষী মিশনে নেতৃত্বই দেয় না, যেখানে জেনারেল লাজারো নেতৃত্ব দিচ্ছেন, বরং আমরা এই মিশনে ৬৫০ জন সৈন্যও পাঠিয়েছি। আমি তাদের সাথে সাক্ষাৎ করেছি, তারা অসাধারণ কাজ করেছেন এবং এখনও করছেন ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি স্থাপন করতে। আমি এখান থেকেই বলতে চাই যে আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর গতকালের বিবৃতির তীব্র নিন্দা জানাই।
লেবানন থেকে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের আহ্বান প্রত্যাখ্যান করে পেদ্রো বলেন, লেবানন থেকে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হবে না। আমাদের আন্তর্জাতিক আইনানুগতার প্রতি যে প্রতিশ্রুতি রয়েছে, যা রেজলিউশন ১৭০১ অনুযায়ী নির্ধারিত, আজ আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে এখন যা ঘটছে তা দেখার পর। আমি আশা করি আমাদের আশপাশের অন্যান্য দেশগুলোও একই কাজ করবে। এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জেগে ওঠার, দৃঢ়ভাবে কাজ করার। ইসরায়েলের জনগণের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, তারা যা সহ্য করেছে, তা আমরা বুঝতে পারি, কিন্তু একটি সরকার বা একজন প্রধানমন্ত্রী, বিশেষ করে নেতানিয়াহুর, এই অঞ্চলে শক্তির মাধ্যমে একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এর ফলে শুধু মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ও ধ্বংস এবং বিশ্বের আরও অস্থিতিশীলতা সৃষ্টি হবে। সুতরাং, দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া দীর্ঘস্থায়ী এবং ন্যায্য শান্তি আসবে না। আমি নিশ্চিত, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লক্ষ্য হল দুটি রাষ্ট্রের বিকল্প ও রাজনৈতিক সমাধানকে ধ্বংস করা।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুতিনের যুদ্ধ ইউক্রেনে এখনও চলছে। যেমন আমি বলেছি, যুক্তরাষ্ট্র ও চীন বিশ্ব নেতৃত্বের জন্য তীব্র প্রতিযোগিতায় লিপ্ত, এবং ইউরোপ তার জায়গা খুঁজছে। স্পষ্টতই বিশ্ব এখন এশিয়ার দিকে ঝুঁকছে, আর গ্লোবাল সাউথ তাদের ন্যায্য অংশের দাবি করছে। এটিই সেই বহুমুখী বিশ্ব, যেখানে গণতন্ত্রের অবস্থান এখন মারাত্মকভাবে বিপন্ন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি : সংগৃহীত |
No comments