ইসরাইলি হামলায় নিহত ৪০ ফিলিস্তিনি
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বৃহৎ কয়েকটি শরণার্থী শিবিরের আশপাশের এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তাদের নিক্ষেপ করা গোলার আঘাতে জাবালিয়ার আল ফালুজার কাছে বৃহৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে গাজার দক্ষিণে খান ইউনুসের পূর্বাঞ্চলীয় এলাকা বানি সুহাইলায় ইসরাইলি ক্ষেপণাস্ত্রের হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসময় বেশ কয়েকটি বসতবাড়িও আঘাতপ্রাপ্ত হয়েছে।
এর আগে মঙ্গলবার, গাজার সাবরা এলাকায় তিনটি বসতবাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। সেখান থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সিভিল ইমার্জেন্সি সার্ভিস। এছাড়া এখনও ওই বাড়িগুলোতে থাকা নিখোঁজ ১২ ব্যক্তির অনুসন্ধান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। মধ্য গাজার নুসিরাত ক্যাম্পে একটি বাড়িতে হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।
জাবালিয়া ১০ দিনেরও বেশি সময় ধরে ইসরাইলি হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত রয়েছে। তেল আবিবের সেনারা উপত্যকার উত্তরের অঞ্চলগুলোতে পুনরায় বোমাবর্ষণ শুরু করায় সেখানে ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, হামাস-ইসরাইল সংঘাত ইতিমধ্যেই এক বছর অতিক্রম করেছে। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরাইল, যা এখনও অব্যাহত রয়েছে। তেল আবিবের হামলায় এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহতের সংখ্যা লাখ ছুঁই ছুঁই। হতাহতের বেশির ভাগই নারী এবং শিশু।
No comments