মাছ ধরার ফাঁদ by আনিস মাহমুদ
প্রথম আলো, ০৪ জুলাই ২০১৯: বর্ষার
নতুন পানিতে মাছ ধরা পড়ে বেশ। পানি বাড়লেই মৎস্যজীবীদের তৎপরতা বাড়ে। এ
সময় তাঁদের কাছে চাহিদা বাড়ে মাছ ধরার ফাঁদ বা চাঁইয়ের। সিলেট অঞ্চলে মাছ
ধরার ফাঁদ ‘কুই’ নামেও পরিচিত। চাঁই তৈরি করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার
শালুটিকর বাজারে বিক্রির জন্য রেখেছেন বিক্রেতারা। ফাঁদে বাইম, ট্যাংরাসহ
বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে বেশি। ছোট-বড় আকারভেদে বিক্রি হয় ৬০ থেকে ১২০
টাকায়।
No comments