ইয়েমেন যুদ্ধে সমর্থন বন্ধ করুন: ট্রাম্পকে মার্কিন সিনেট
দারিদ্রপীড়িত
ইয়েমেনের ওপর সৌদি আরব ২০১৫ সাল থেকে যে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তাতে
সমর্থন দেয়া বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান
জানিয়েছে মার্কিন সিনেট। এজন্য সিনেট একটি প্রস্তাব পাস করেছে।
ক্ষমতাসীন রিপাবলিকান দল নিয়ন্ত্রিত সিনেটে প্রস্তাবটি পাস হয়েছে ৫৪ ভোটে। প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে ৪৬টি। প্রস্তাবে বলা হয়েছে- ইয়েমেন যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর যেকোনো রকমের যোগসাজশ বন্ধ করতে হবে। এছাড়া, কংগ্রেসের অনুমতি না নিয়ে সৌদি বাহিনীকে বিমান হামলার জন্য লক্ষ্যবস্তু ঠিক করার কাজে সহায়তা দিতেও নিষেধ করা হয়েছে।
সিনেটে প্রস্তাবটি উত্থাপন করেন সিনেটর বার্নি স্যান্ডার্স, মাইক লি এবং ক্রিস মারফি। ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসনের চতুর্থ বার্ষিকীর আগ মুহূর্তে মার্কিন সিনেট এ প্রস্তাব পাস করল। এটি এখন ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। আশা করা হচ্ছে- চলতি মাসে সেখানেও প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হবে।
ক্ষমতাসীন রিপাবলিকান দল নিয়ন্ত্রিত সিনেটে প্রস্তাবটি পাস হয়েছে ৫৪ ভোটে। প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে ৪৬টি। প্রস্তাবে বলা হয়েছে- ইয়েমেন যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর যেকোনো রকমের যোগসাজশ বন্ধ করতে হবে। এছাড়া, কংগ্রেসের অনুমতি না নিয়ে সৌদি বাহিনীকে বিমান হামলার জন্য লক্ষ্যবস্তু ঠিক করার কাজে সহায়তা দিতেও নিষেধ করা হয়েছে।
সিনেটে প্রস্তাবটি উত্থাপন করেন সিনেটর বার্নি স্যান্ডার্স, মাইক লি এবং ক্রিস মারফি। ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসনের চতুর্থ বার্ষিকীর আগ মুহূর্তে মার্কিন সিনেট এ প্রস্তাব পাস করল। এটি এখন ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। আশা করা হচ্ছে- চলতি মাসে সেখানেও প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হবে।
No comments