সঙ্গমের সময় প্রাণ হারালেন বিখ্যাত প্লেবয়
ইতালির বিখ্যাত প্লেবয় খ্যাত মারিজিও জফান্তি যৌন সঙ্গমের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সংবাদপত্র 'মেট্রোর' বরাত দিয়ে জানা যায়, জফান্তি মৃত্যুর আগে প্রায় ছয় হাজারেরও বেশি নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন ইতালির এ সফল প্রেমিক। এমনকি তাকে নিয়ে ১৯৮৬ সালে ইতালির 'এল স্প্রেসো' নামের এক সংবাদপত্রে লেখা হয়, 'তিনি ইতালির সবচেয়ে সফল প্রেমিক।'
ইতালির সবচেয়ে জনপ্রিয় এবং 'রোমিও অব রিমিনি' খ্যাত ৬৩ বছর বয়সী জফান্তি গত বুধবার অজ্ঞাত ২৩ বছরের এক ট্যুরিস্ট তরুণীর সঙ্গে যৌন সঙ্গমের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
১৯৭০ সালে মাত্র ১৭ বছর বয়সে এক নাইটক্লাবে কাজ করতে শুরু করেন ইতালির এই প্লেবয়। তখন তার কাজ ছিল, রাস্তায় চলাচল করা নারীদের পটিয়ে নাইটক্লাবে নিয়ে আসা।
সম্প্রতি ইউরোপের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে সঙ্গম করার চরম মুহূর্তে হঠাৎ করে তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। সঙ্গিনী ওই তরুণী পারামেডিক্সে ফোন করে। তবে অনেক প্রচেষ্টার পরও বিখ্যাত এই প্লেবয়কে বাঁচানো সম্ভব হয়নি।
সংবাদপত্র 'মেট্রোর' বরাত দিয়ে জানা যায়, জফান্তি মৃত্যুর আগে প্রায় ছয় হাজারেরও বেশি নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন ইতালির এ সফল প্রেমিক। এমনকি তাকে নিয়ে ১৯৮৬ সালে ইতালির 'এল স্প্রেসো' নামের এক সংবাদপত্রে লেখা হয়, 'তিনি ইতালির সবচেয়ে সফল প্রেমিক।'
ইতালির সবচেয়ে জনপ্রিয় এবং 'রোমিও অব রিমিনি' খ্যাত ৬৩ বছর বয়সী জফান্তি গত বুধবার অজ্ঞাত ২৩ বছরের এক ট্যুরিস্ট তরুণীর সঙ্গে যৌন সঙ্গমের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
১৯৭০ সালে মাত্র ১৭ বছর বয়সে এক নাইটক্লাবে কাজ করতে শুরু করেন ইতালির এই প্লেবয়। তখন তার কাজ ছিল, রাস্তায় চলাচল করা নারীদের পটিয়ে নাইটক্লাবে নিয়ে আসা।
সম্প্রতি ইউরোপের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে সঙ্গম করার চরম মুহূর্তে হঠাৎ করে তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। সঙ্গিনী ওই তরুণী পারামেডিক্সে ফোন করে। তবে অনেক প্রচেষ্টার পরও বিখ্যাত এই প্লেবয়কে বাঁচানো সম্ভব হয়নি।
No comments