টিকিট থাকা সত্ত্বেও বিমানে উঠতে পারল না ময়ূর
ভারতের
জাতীয় পাখিকে নিয়ে বিমানে উঠতে চেয়েছিলেন এক নারী যাত্রী। কিন্তু তার সেই
ইচ্ছা পূরণ হল না। ইউনাইটেড এয়ারলাইনস ময়ূর নিয়ে বিমানে উঠতে দেয়নি এক
যাত্রীকে। তাই টিকিট থাকা সত্ত্বেও বিমানে ওঠা হল না ময়ূরের। ঘটনাটি ঘটেছে
নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে।
ইউনাইটেড বিমান সংস্থা
জানিয়েছে, ময়ূরটির ওজন বেশি হওয়ায় এবং আকারে বড় হওয়ায় বিমানে ওঠানো হয়নি। এ
ছাড়া বিমানবন্দরে আসার আগেই কোনো পোষ্য নিয়ে যাওয়ার আগে সেই
পোষ্যসংক্রান্ত তথ্য জমা দিতে হয়। যদিও ওই যাত্রীর কাছে নথিপত্র সবই ছিল।
কিন্তু তা বিমানে ওঠার ৪৮ ঘণ্টা আগে বিমান সংস্থায় জমা দিতে হয়। মজার বিষয়
হল- ওই নারী যাত্রীর কাছে ময়ূরটির জন্য আলাদা করে বিমান টিকিটও কাটা ছিল।
তবে এ ঘটনাটির জন্য বিমান সংস্থার পক্ষ থেকে ওই যাত্রীর কাছে ক্ষমা চাওয়া
হয়েছে। টিকিটের টাকাও ফেরত দেয়া হয়েছে।
No comments