১০০ টাকার প্রাইজবন্ডের ড্র
১০০
টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৯০তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ছয়
লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত বিজয়ী নম্বর-০৪২৯১২১। এছাড়া দ্বিতীয়
পুরস্কারের বিজয়ী নম্বর-০৯২৪৫৩০। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পবেন ৩ লাখ ২৫
হাজার টাকা। বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র
অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার
(উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজা। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক
সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য
১০০ টাকা মূল্যমানের ৪৯টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ,
কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক,
খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ,
খব, খম, খল, এবং খশ এই ‘ড্র’ এর আওতাভুক্ত। ড্রতে ১ লাখ টাকা করে দুটি
তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর হল- ০২৩০৬০৫ ও ০৩৭৬৯৩০। আর প্রতিটি ৫০ হাজার
টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর-০৪৪৪৫৮২ ও ০৫৮৮৯২৪। এছাড়া প্রতিটি
১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বরগুলো হল- ০০১২১৫৮, ০২৬৩৭১৮,
০৩৪৪৩৫৫, ০৫৪৮৯৫১, ০৭৫৬০৪৫, ০০৩৫৯০৯, ০২৬৫৮৫২, ০৩৬৯৬৪১, ০৫৪৯৯৫৬, ০৭৯০৯৫১,
০০৪৯৮০৯, ০২৭৫০১২, ০৩৮৬৯৬২, ০৫৯২২১২, ০৭৯৮২৭৯, ০০৫৭৬৭৯, ০২৭৫৭৬৩, ০৪৪৩০৯১,
০৬১৭০১২, ০৮০৮৩৫৪, ০১৪৯৩০৪, ০৩১২১০৭, ০৪৬১৯৩২, ০৬১৯৭৪৪, ০৮৩৫৩৮২, ০১৮২৪৫৬,
০৩১৩৩৯৬, ০৪৬৮০১৯, ০৬৪১৪৭১, ০৮৪৮৮২১, ০১৯৯৫০৬, ০৩৩০৮৩৬, ০৪৮৬৭০৮, ০৬৮৬৮১২,
০৮৬৯৯৯১, ০২৫৯৭১৬, ০৩৩৬৭০৬, ০৪৯৭১৫৯, ০৭৩০১৩৮, ০৯৩৭২১৮।
No comments