‘সুপারকাউ’
নামের নতুক এক সংকর জাতের গরু
উৎপাদন করতে ২.৯ কোটি পাউন্ড বিনিয়োগ করছেন মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা ও
ধনকুবের বিল গেটস। ব্রিটিশ জাতের গরুর জিন নিয়ে তা শক্তিশালী আফ্রিকান
জাতের গরুর ডিএনএতে সঞ্চার করে নতুন উন্নত এ জাত উৎপাদন করতে চান তিনি। এ
জাতের গরু যে কোনো জায়গায় টিকে থাকতে পারবে বলে তিনি আশা করছেন বলা হয়েছে
ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে।
যুক্তরাজ্যের হলস্টেইন-ফ্রিসিয়ান জাতের গরু দিনে গড়ে প্রায় ১৯ লিটার দুধ
দেয়। আর একই জাতের আফ্রিকান গরু দেয় মাত্র ১.৬ লিটার। কিন্তু আফ্রিকান
গরুগুলো অত্যন্ত গরম আবহাওয়ায় অনেক কম খেয়েও বেঁচে থাকতে পারে।
যুক্তরাজ্যের এডিনবার্গ ইউনিভার্সিটিতে গবেষণার ফলাফল নিয়ে বক্তব্য দিতে
যাওয়ার আগে গেটস বলেন, ‘প্রাণিসম্পদ জাদুকরি। আপনি এ থেকে উৎপাদিত
দ্রব্যাদি বিক্রি করে সেই অর্থ দিয়ে স্কুলের ফি দিতে পারবেন। আপনি উৎপাদিত
দ্রব্যাদি রেখে দিতে পারেন আর এটি হচ্ছে খাদ্যে বৈচিত্র্য আনা।’ ‘একদম গরিব
দেশগুলোতে শতকোটিরও বেশি মানুষের জন্য কৃষি আর প্রাণিসম্পদ দারিদ্র্য দূর
করার মাধ্যম।’ -আইটি ডেস্ক
No comments