গুয়ানতানামো চালু রাখার নির্দেশ, কঠোর সমালোচনার মুখে ট্রাম্প
গুয়ানতানামো
কারাগার খোলা রাখার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে দ্য আমেরিকান সিভিল
লিবার্টিজ ইউনিয়ন বা এসিএলইউ। সংগঠনটির পরিচালক হিনা শামসি বলেছেন,
গুয়ানতানামোর কোনো গুরুত্ব রয়েছে এমন দৃষ্টিভঙ্গিই হাস্যকর। সেখানে মানুষের
ওপর নির্যাতনের বিষয়টির পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো,
সেখানে ৪১ জন
ব্যক্তিকে আটক রাখার বছরে খরচ হচ্ছে ৪৪ কোটি ৫০ লাখ ডলার। গুয়ানতানামোতে
বেআইনিভাবে মানুষ আটক রাখার পাশাপাশি তাদের ওপর নির্যাতন ঠেকাতে ব্যবস্থা
নেয়ার জন্য তিনি মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান। হিনা শামসি আরো
বলেছেন, গত এক দশকের বেশি সময় ধরে জর্জ ডাব্লিউ বুশ ও বারাক ওবামা
গুয়ানতানামো থেকে বন্দিদের অন্যত্র পাঠানোর চেষ্টা করেছেন। কিন্তু ট্রাম্প
সেই ধারা উল্টে দিয়ে গুয়ানতানামোকে নতুন জীবন দেয়ার চেষ্টা করছেন।
গুয়ানতানামো কারাগারকে তিনি আমেরিকার ভাবমর্যাদার জন্য অত্যন্ত ক্ষতিকর বলে
বর্ণনা করেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আমেরিকা গুয়ানতানামোতে
কুখ্যাত ওই কারাগার প্রতিষ্ঠা করে। সেখানে শত শত মুসলমানকে বেআইনিভাবে আটক
রেখে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে।
No comments