ট্রাম্পকে মান্ধাতা আমলের মানসিকতা বদলাতে বলল চীন
মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মান্ধাতার আমলের স্নায়ুযুদ্ধকালীন
মানসিকতা’ থেকে বেরিয়ে আসতে বলেছে চীন। ট্রাম্প তার প্রথম ‘স্টেট অব দি
ইউনিয়ন’ ভাষণে চীনকে ‘প্রতিদ্বন্দ্বী’ দেশ ঘোষণা দেয়ার পর তাকে এ আহ্বান
জানাল বেইজিং। ওই ভাষণে ট্রাম্প বলেছিলেন- চীন ও রাশিয়ার মতো
প্রতিদ্বন্দ্বী দেশগুলো আমাদের স্বার্থ, আমাদের অর্থনীতি এবং আমাদের
মূল্যবোধকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে।
এর প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের
মতপার্থক্যের চেয়ে যৌথ স্বার্থের পরিমাণ অনেক বেশি। কাজেই যৌথ
স্বার্থরক্ষার জন্যই মার্কিন প্রেসিডেন্টকে স্নায়ুযুদ্ধের মানসিকতা থেকে
বেরিয়ে আসতে হবে। চুনিং বলেন, চীনের সঙ্গে যৌথ স্বার্থরক্ষার ক্ষেত্রগুলোতে
কাজ করার জন্য যুক্তরাষ্ট্র মান্ধাতার আমলের স্নায়ুযুদ্ধের মানসিকতা
পরিহার করবে বলে আমরা আশা করছি। এদিকে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায়
চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার যৌথ
স্বার্থ আমাদের মতভেদ ও মতপার্থক্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী। চীন ও
আমেরিকার মধ্যে শক্তিশালী সম্পর্ক গোটা বিশ্বেরও স্বার্থরক্ষা করবে বলে
তিনি আশা প্রকাশ করেন।
No comments