বিষখালী নদীতে অবৈধ জাল জব্দ
বরগুনার
পাথরঘাটায় বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা মৎস্য ও পুলিশের যৌথ
অভিযান চালিয়ে ১২টি ছোট ফাসের জাল ও ২টি বেহুন্দি জাল জব্দ করে। বুধবার
সকাল ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান
চালিয়ে এ জালগুলো জব্দ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল
জানান, বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান কালে অবৈধ ১২টি ছোট ফাসের জাল
২টি বেহুন্দি জাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে জব্দ
জালগুলো উপজেলা পরিষদের সামনে ফেলা হয়েছে।
No comments