টালমাটাল অবস্থায় কুর্দিস্তান সরকার : স্পিকারের পদত্যাগ
ইরাকের
আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান সরকারের বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ ও
হত্যাকাণ্ডের জের ধরে কুর্দি সংসদের স্পিকার ইউসুফ মোহাম্মাদ পদত্যাগ
করেছেন। কুর্দিস্তানের অন্যতম প্রধান বিরোধীদল গোরান আন্দোলনের একটি সূত্র
বুধবার এ খবর জানিয়েছে। এছাড়া, কুর্দিস্তানের আঞ্চলিক সরকার থেকে কয়েকজন
মন্ত্রীকে সরিয়ে নিয়েছে দলটি।
কুর্দিস্তানের আরেকটি রাজনৈতিক দল
‘কুর্দিস্তান ইসলামি গ্রুপ’ও সংসদ থেকে পদত্যাগ করেছে। এ দলের অবশ্য অল্প
কয়েকটি আসন রয়েছে কুর্দিস্তানের আঞ্চলিক সংসদে। মঙ্গলবার ইরাকের
কুর্দিস্তানে বিক্ষোভকারীদের ওপর আঞ্চলিক নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত
পাঁচজন নিহত হওয়ার পর এসব ঘটনা ঘটলো। সেখানে বুধবার দ্বিতীয় দিনের মতো
বিক্ষোভ অব্যাহত ছিল। বেতন পরিশোধ করতে সরকারের ব্যর্থতা ও দুর্নীতির
প্রতিবাদে এ বিক্ষোভ হচ্ছে।
No comments