কনসার্টের মঞ্চ ভেঙে ডিজে শিল্পীর মৃত্যু
ব্রাজিলে একটি কনসার্টে মঞ্চ ভেঙে এক ডিজে শিল্পীর মৃত্যু হয়েছে। পোর্তো আলেগ্রেতে চলছে ‘ব্রাজিল অ্যাটমস্ফিয়ার ফেস্টিভ্যাল’। গত রোববার আয়োজন করা হয়েছিল লাইভ কনসার্ট।
হাজারো দর্শক সমবেত হয়েছিলেন সেই কনসার্টে। তখন মঞ্চে চলছিল ডিজে পারফরমেন্স। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চের একাংশ। মঞ্চের ভারী ধাতব কাঠামোতে চাপা পড়েন ডিজে কালেব ফ্রেইতাসহ অন্য শিল্পীরা।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডিজে কালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় আরো কমপক্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই কনসার্টে প্রায় পাঁচ হাজার লোক অংশ নিয়েছিল। ধাতব কাঠামোটি ভেঙে পড়লে পদদলিত হয়েও অনেকে আহত হয়েছেন।
এদিকে দক্ষিণ ব্রাজিলের পোর্তা আলেগ্রেসহ বেশকিছু এলাকায় খারাপ আবহাওয়া এবং ঝড়ের আগাম সতর্কতা জারি করা হয়েছিল। আবহাওয়া দপ্তরের আগাম সতর্কতা সত্ত্বেও খোলা মঞ্চে মিউজিক কনসার্টের আয়োজন করায় সমালোচনার মুখে পড়েছেন আয়োজকেরা।
অন্যদিকে এ ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওতে ধরা পড়েছে ভয়াবহ ওই দুর্ঘটনার মুহূর্তটি। যা দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে।
No comments