ভারতে বড়দিন পালনে কট্টরপন্থী হিন্দুদের বাধা
ভারতে
খ্রিস্টানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালনে বিভিন্ন কট্টরপন্থী
হিন্দুগোষ্ঠীর দিক থেকে বাধার মুখে পড়ছে বলে অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের
সাতনায় গত সপ্তাহে ক্রিসমাস ক্যারল গাওয়ার সময় বজরং দলের কর্মীরা একদল
খ্রিস্টানের ওপর হামলা চালায় ও পুলিশ পরে ওই গায়কদেরই গ্রেফতার করে।
সোমবার
হিন্দুজাগরণ মঞ্চ নামে আরেকটি সংগঠন উত্তরপ্রদেশের আলিগড়ে ঘোষণা দিয়ে
বলেছে, স্কুলে হিন্দু ছাত্রদের কিছুতেই বড়দিন পালনে শামিল করা যাবে না। এ
ধরনের নানা ঘটনার পটভূমিতে ভারতে ক্যাথলিক বিশপদের সর্বোচ্চ সংগঠন
ক্যাথলিক বিশপস কনফারেন্স অব ইন্ডিয়া মনে করছে, বড়দিন পালনের ক্ষেত্রে
তাদের এ ধরনের হুমকিতে আগে কখনও পড়তে হয়নি। বিবিসি জানায়, মধ্যপ্রদেশের
সাতনা জেলায় চার-পাঁচদিন আগে গ্রামের রাস্তায় ক্রিসমাস ক্যারল গাইতে গাইতে
যাচ্ছিল দুই যাজকসহ একদল খ্রিস্টান। আচমকাই উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের
কিছু লোক তাদের রাস্তা আটকে অভিযোগ তোলে, তারা এলাকায় ধর্মান্তরণ করছেন।
হামলাকারীরা তাদের একটি গাড়িও জ্বালিয়ে দেয়। পুলিশ এসে ওই খ্রিস্টানদেরই
গ্রেফতার করে। এ ঘটনার তীব্র প্রতিবাদ করে ক্যাথলিক বিশপস কনফারেন্স অব
ইন্ডিয়া বলেছে, দেশের নানা প্রান্তে এ ধরনের ঘটনা তাদের গভীরভাবে বিচলিত
করে তুলেছে।
No comments