যুক্তরাষ্ট্রকে উ, কোরিয়ার কড়া সতর্কবার্তা
উত্তর কোরিয়া বলেছে, সম্প্রতি দুই কোরিয়ার মধ্যবর্তী ডি-মিলিটারাইজড জোনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সফরের সময় দেশটির সামরিক বাহিনী ‘সর্বোচ্চ সতর্কাবস্থায়’ ছিল। উত্তর কোরিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সিন হং-চোল একথা জানিয়েছেন।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, “আমাদের সার্বভৌমত্বের ওপর যেকোনো ধরনের হামলা হলে আমাদের সেনাবাহিনী মার্কিন আগ্রাসীদের বিরুদ্ধে নির্দয় সামরিক হামলা চালাবে। দূরবর্তী মার্কিন মূল ভূখণ্ড থেকে শুরু করে কোরিয় উপদ্বীপ অথবা জাপান যেখানেই তারা থাকুক না কেন আমাদের হামলা থেকে রক্ষা পাবে না।” আমেরিকানরা বিশ্বের কোনো জায়গায়ই নিরাপদ নয় বলেও সতর্ক করে দেন উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী। হং-চোল আরো বলেন, “আমাদের কাছে থাকা পরমাণু অস্ত্র কোনো দৃষ্টিবিভ্রম নয়। এটি মার্কিন ডলারের বিনিময়ে বিক্রয়যোগ্য কোনো পণ্যও নয়। কাজেই আমরা কখনোই এই অস্ত্র সরিয়ে ফেলার লক্ষ্যে আলোচনার টেবিলে বসব না।” সূত্র : ওয়েবসাইট
No comments