রাজউকের প্রধান পরিকল্পনাবিদকে জিজ্ঞাসাবাদ
অবৈধভাবে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবন এবং বাণিজ্যিক এলাকায় আবাসিক ভবন অনুমোদন দেয়ার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুদকের পরিচালক সৈয়দ ইকবালের তদারকিতে সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রণব কুমার জানান, দুদকের উপপরিচালক হেলাল উদ্দিন শরিফের নেতৃত্বে তিন সদস্যের দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবন এবং বাণিজ্যিক এলাকায় আবাসিক ভবন অনুমোদন দেয়ার অভিযোগ রয়েছে।
No comments