সুপারমার্কেটের গুদামঘরের উপর ভেঙ্গে পড়লো বিমান : আরোহিরা সবাই নিহত
পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে সোমবার একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন প্রাণ হারায়। সুইস নিবন্ধিত ছোট আকারের এ বিমান সুপার মার্কেটের একটি গুদামঘরে বিধ্বস্ত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়, এ দুর্ঘটনায় বিমানে থাকা চার আরোহীর সকলেই এবং এক ট্রাক চালক নিহত হয়। দুর্ঘটনার সময় এ ট্রাক চালক ওই গুদামঘরেই ছিলো। বিমান আরোহীদের মধ্যে একজন সুইজারল্যান্ডের এবং অপর তিনজন ফরাসি নাগরিক। এ ঘটনায় আরো তিনজন সামান্য আহত হয়েছে।
সুপার মার্কেটের ওই গুদামঘর রাজধানী লিসবনের কেন্দ্রস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে কাসকাইস এলাকায় অবস্থিত। পর্তুগিজ সংবাদমাধ্যম জানায়, নিহতদের মধ্যে ওই বিমানের পাইলট, তিন যাত্রী ও এক ট্রাক চালক রয়েছে। পাইলট ফরাসি নাগরিক। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা ও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকল বাহিনীর ৯০ জন সদস্যকে পাঠানো হয়েছে। বিমান দুর্ঘটনায় পার্শ্ববতী একটি বাড়িরও ক্ষতি হয়েছে।
No comments