৫০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেফতার ৫
রাজধানীতে ৫০ কোটি টাকা সমমূল্যের ১২ পাউন্ড সাপের বিষসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের বিমান বন্দর জোনাল টিম সোমবার সন্ধ্যায় কুড়িল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ আবু হানিফ (চেয়ারম্যান), মোঃ আফছার আলী,
মোঃ নজরুল ইসলাম, মোঃ মুক্তার হোসেন ও মোঃ রহিচ উদ্দিন। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছে একটি ফল রাখার বক্সে ছয়টি স্বচ্ছ কাঁচের জারের মধ্যে দুটি কৌটায় বাদামী রঙয়ের তরল জাতীয় পদার্থ, অপর দুটি কৌটার মধ্যে সাদা রংয়ের পাউডার জাতীয় পদার্থ এবং আরো দুটি কৌটার মধ্যে নীল জাতীয় পাউডার সাদৃশ্য পদার্থ দেখা যায়। এছাড়াও একটি সিলভার রঙয়ের প্রাইভেটকারও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, উদ্ধারকৃত সাপের বিষ চোরাই পথে আমদানী করে তারা বিভিন্ন ওষুধ কোম্পানিতে সরবরাহ করে থাকে।
No comments