‘২৫ জনকে পাঠান, নইলে ফেসবুক আইডি খোয়াবেন’
‘গত কয়েক দিনে অনেক ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আপনি যদি আপনার ফেসবুক আইডি বন্ধ হওয়া থেকে রক্ষা করতে চান তাহলে এই মেসেজটি ২৫ জন ফেসবুক ব্যবহারকারীকে ইনবক্স করতে হবে।’- স্বয়ং মার্ক জাকারবার্গের নামে রোববার সকাল হতে এমন মেসেজ পেতে শুরু করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। অনেকেই মেসেজটি পেয়ে আইডি বন্ধ হওয়ার আশঙ্কায় আবার ২৫ জনকে ইনবক্স করে দিচ্ছেন। আসলে এটি ভুয়া। ফেসবুকের ভুয়া আইডি ও পেইজ বন্ধের অভিযানের সুযোগ নিয়ে এটি ছড়ানো হচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষ এমন কোনো বার্তা পাঠায়নি বা পরামর্শ দেয়নি। ১৬৫ শব্দের মেসেজে বলা রয়েছে, ‘বার্তাটি পাঠালে ফেসবুক বুঝবে আপনি সক্রিয় বা অ্যাক্টিভ রয়েছে। বার্তাটি না পাঠালে রোববার রাত ৮টা ১২ মিনিটে ফেসবুক আইডিটি বন্ধ হয়ে যাবে।’ জনসংযোগ কর্মকর্তা ফারহাতুল জান্নাত জানান, রোববার দুপুরে তিনি এমন মেসেজ পেয়েছেন। তবে তিনি বুঝতে পেরেছিলেন যে, এটি ভুয়া। শারমিন মুন্নীও একই সময়ে এমন মেসেজ পেয়েছেন।
তিনি বিষয়টি বিশ্বাস করে আরও ২৫ জনকে ইনবক্স করে দিয়েছেন। তবে বার্তাটিতে কোনো ক্ষতিকর বা ভাইরাসের লিংক ছিল না। প্রযুক্তি বিশ্লেষকরা এমন বার্তা ফেসবুক বন্ধুদের পাঠিয়ে বিরক্ত না করার পরামর্শ দিয়েছেন। ফেসবুকের এমন ভুয়া বার্তা বা ভাইরাস ছড়িয়ে যাওয়ার বিষয়টি নতুন নয়। গত বছর অক্টোবরে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিডিও ভাইরাস ছড়িয়ে পড়ে। কয়েক বছর আগে ফেসবুকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজের রহস্যময় নিখোঁজ ঘটনার ভুয়া ভিডিওতে তথ্য প্রচারের আড়ালে ভাইরাস ছড়িয়ে দিয়েছিল হ্যাকাররা। খুব সম্প্রতি ভুয়া অ্যাকাউন্ট বন্ধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভুয়া অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দেয়া হবে।
No comments