রায়পুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জোসনা আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজালার দক্ষিণ চরবংশী ইউপির ৩নং ওয়ার্ড চরলক্ষ্মী গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। জোসনা আক্তার একই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রশীদ পেদার (৩৭) স্ত্রী। তাদের সংসারে একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের বাবা কৃষক দুলাল আখন জানান, প্রায় ২৮ বছর আগে পাশ্ববর্তী গ্রামের বেকার আব্দুর রশীদের সঙ্গে মেয়ের বিয়ে দেন।
ব্যবসার জন্য যৌতুক চেয়ে প্রায় জোসনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো রশীদ। মেয়ের সুখের কথা চিন্তা করে দুলাল আখন তাকে কয়েক দফায় লক্ষাধিক টাকাও দেন। স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১টার দিকে আব্দুর রশীদ জোসনাকে বাবার বাড়ি থেকে ফের টাকা এনে দিতে চাপ দেয়। প্রতিবাদ করলে নির্যাতনের এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে বসতঘরের পাশে গাছে জোসনার দেহ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় রশীদ। চরবংশী ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ইয়াহিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী আব্দুর রশীদ পলাতক রয়েছেন। মামলা হলে আইন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
No comments