বাকপ্রতিবন্ধীর প্রেমে লন্ডন থেকে নবীগঞ্জে সিরাজ
কথা বলতে না পারলেও অনুভূতির প্রকাশ তো আর থেমে থাকে না। যেমন থাকেনি সিরাজ আর পান্নার জীবনে। তাইতো সুদূর লন্ডন থেকে বাকপ্রতিবন্ধী সিরাজ আহমদ বাংলাদেশে ছুটে এসেছেন আরেক বাকপ্রতিবন্ধী ফাবিহা খানম পান্নার প্রেমের টানে। পান্না হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের বড় পিরিজপুর গ্রামের মৃত মুহিব উদ্দিনের তৃতীয় মেয়ে। আর সিরাজ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের মৃত হাজি মখলিছুর রহমানের ছেলে।
সিরাজ ও পান্নার পরিচয় ফেসবুকে। পরিচয় থেকে বন্ধুত্ব ও প্রেম। এখন বাংলাদেশ আর লন্ডনের দূরত্ব ঘুচিয়ে পরিণয়ে আবদ্ধ হতে চলেছেন এই জুটি। আগামী ২১ এপ্রিল সিরাজ ও পান্নার বিয়ের দিন ঠিক হয়েছে। সিরাজ ও পান্না প্রেমের সফল পরিণতি এখন এলাকার মানুষের মুখে মুখে ফিরছে। সিরাজ আহমদের চাচাতো ভাই মৌলভীবাজার জেলা যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম জানান, প্রায় দুই বছর ধরে ফেসবুকে পান্না ও সিরাজের পরিচয়। এরপর দু'জনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। এক পর্যায়ে দু'জন দু'জনকে ভালোবেসে ফেলেন। তিনি জানান, সিরাজ এবং পান্না দু'জনই বাকপ্রতিবন্ধী। সবকিছু জেনেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পান্নার টানে গত ১৩ এপ্রিল সিরাজ লন্ডন থেকে মা ও ছোট ভাইকে নিয়ে দেশে আসেন। এরপর দুই পরিবারের সদস্যরা মিলে বিয়ের দিন ধার্য করেন।
No comments