আন্তঃবাহিনী ক্বিরাত ও আযান প্রতিযোগিতার উদ্বোধন
বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ‘আন্তঃবাহিনী ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০১৭ মঙ্গলবার ঢাকার মিরপুরস্থ লালাসরাই নাবিক কলোনী মসজিদে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (মেইনটেন্যান্স) এয়ার ভাইস মার্শাল এম মাজহারুল ইসলাম, বিএসপি, পিএসসি। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকাস্থ বানৌজা হাজী মহসীন নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন আরিফ আহমেদ মোস্তফাসহ তিন বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। ক্বিরাত ও আযান প্রতিযোগিতায় একক ও দলীয় পর্যায়ে পয়েন্ট তালিকার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। আগামী ২১ এপ্রিল, শুক্রবার জুমার নামাযের পর একই স্থানে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সূত্র : আইএসপিআর
No comments